শিলিগুড়ি: ব্যাংকে ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে হইচইয়ের পর এবার তহবিল তছরুপের অভিযোগ। তাও আবার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বর্ধমান রোড ব্রাঞ্চের সিনিয়ার ম্যানেজারের বিরুদ্ধে। জ্যোতিরিন্দ্রমোহন সরকার নামে ওই ব্যাংক আধিকারিক অভ্যন্তরীণ অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ ৭২ হাজার ৮৬ টাকা তছরুপ করেছেন বলে অভিযোগ।
ব্যাংকের জোনাল ম্যানেজার প্রমোদ কুমার চলতি সপ্তাহে ওই আধিকারিকের নামে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তের দায়িত্ব পেয়েছেন খালপাড়া ফাঁড়ির এক পুলিশকর্তা। জোনাল ম্যানেজার প্রমোদ কুমার এব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। কেবল বলেছেন, ‘আমি এখন বাইরে আছি। এব্যাপারে কোনও মন্তব্য করব না।’
তবে ব্যাংক সূত্রে খবর, অভিযুক্ত ওই টাকা বিভিন্ন পদ্ধতিতে স্ত্রীর নামে তুলেছেন। এনইএফটি, ট্রান্সফার ও ড্রাফটের (আইওআই) মাধ্যমে ওই টাকা তোলা হয়েছে। এছাড়া প্রলয় চন্দ ও মনীষা বোস, এই দুজনের নামে আইওআই পদ্ধতিতে টাকা তোলা হয়েছে। যদিও ওই নামের কোনও গ্রাহক ব্যাংকে নেই। নিজের ডিডিপি (ডিমান্ড ড্রাফট পেমেন্ট) অ্যাকাউন্টেও কিছু টাকা পাঠিয়েছিলেন জ্যোতিরিন্দ্র। সেই অভিযোগ সামনে আসায় গত মাসেই জ্যোতিরিন্দ্রকে সাসপেন্ড করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের এসিপি (পূর্ব-১) মকসেদুর রহমানের বক্তব্য, ‘অভিযোগ প্রমাণিত হলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’ ম্যানেজার থাকাকালীন ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ২৯ জুন পর্যন্ত ২১ বার বিভিন্ন পদ্ধতিতে ওই টাকা লেনদেন করেছেন জ্যোতিরিন্দ্র। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের জেলা কনভেনার কেশবচন্দ্র রায় বলেন, ‘ব্যাংকে কোনও কিছু লুকানো যায় না। আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার, সেটাই নেওয়া হবে।’