শিলিগুড়ি: ছোট ফাপড়ির সাহু নদীর চর সহ জঙ্গল এলাকা ক্রমেই ডাম্পিং গ্রাউন্ড হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় স্থানীয় বাসিন্দারাই একজোট হয়ে জঙ্গল এলাকার সহ নদীর চরে এলাকার সাফাইয়ে নামলেন। রবিবার ট্রাক্টর ভাড়া করে নিয়ে এসে তাঁরা সমস্ত আবর্জনা ফেলে দেন। পাশাপাশি স্থানীয়রা অনুরোধ করে জানান, সাহু নদীর চর ও সংলগ্ন জঙ্গল এলাকায় বাইরে থেকে প্রচুর মানুষজন আসেন। তাঁরা যেন এভাবে আবর্জনা ফেলে না যায় সে অনুরোধই রইল। এতে পরিবেশেরই ক্ষতি হচ্ছে।‘