উত্তরবঙ্গ

Chanchal Malda | চাঁচলে নেতাজির বেদিতে ব্যানার, বিধিভঙ্গের অভিযোগ

চাঁচল : চাঁচলের প্রাণকেন্দ্র নেতাজি মোড়ে ট্রাফিক পয়েন্টের সরকারি জায়গায় নেতাজির বেদিতে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের প্রচারের ব্যানার লাগানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। তৃণমূলের অভিযোগ, কংগ্রেস এটা নির্বাচনি আচরণবিধি  ভঙ্গ করছে। ওই জায়গায় কোনও ভাবেই প্রচারের ব্যানার লাগানো যায় না। এনিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করতে চলেছে ব্লক তৃণমূল। একই অভিযোগে সরব হয়েছে বিজেপিও। যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস।

চাঁচল ব্লক তৃণমূলের সহ-সভাপতি অমিতেশ পাণ্ডের অভিযোগ, ‘ওই জায়গা হল চাঁচলের প্রাণকেন্দ্র। ট্রাফিক পয়েন্ট এবং নেতাজির বেদি। মূর্তি সংস্কারের জন্য বর্তমানে মূর্তি না থাকলেও কিছুদিনের মধ্যে বসবে। সেখানে কোন রাজনৈতিক দলের প্রচারের ব্যানার অবশ্যই বিধিভঙ্গ। আমরা নির্বাচন কমিশনে নালিশ জানাবো।’

একই বক্তব্য বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মার, ‘নিয়ম অনুযায়ী, এটা আচরণবিধি ভঙ্গ হচ্ছে।’

কংগ্রেসের দাবি, তৃণমূল উত্তর মালদায় লড়াইয়ে নেই। নিজেদের ভরাডুবি বুঝতে পেরেছে। তাই এখন এই ধরনের বিভিন্ন অভিযোগকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। উত্তর মালদায় মূলত ত্রিমুখী লড়াইয়ে এই মুহূর্তে সরগরম রাজনৈতিক মহল। প্রত্যেক দলই একদিকে নিজেদের প্রচার অন্যদিকে বিরোধীদলকে চাপে রাখার স্ট্রাটেজি করছে। তারই একটা অঙ্গ হিসাবে আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনেও জমা পড়ছে নালিশ।

চাঁচল ব্লক কংগ্রেসের সভাপতি আঞ্জারুল হক জনির দাবি, ‘যে তৃণমূল কোন সময় নিয়মের তোয়াক্কা করে না। তারা নিয়ম নিয়ে কথা বললে হাসি পায়। নিজেদের হার বুঝতে পেরে এসব ভুলভাল বলছে।’

Uttarbanga Sambad

Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Recent Posts

Digha Accident | দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, বাস-গাড়ি সংঘর্ষে মৃত ৪

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও চারচাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

18 mins ago

Fire | গভীর রাতে অগ্নিকাণ্ড শিলিগুড়িতে, ভস্মীভূত একটি দোকান

শিলিগুড়ি: অগ্নিকাণ্ডে ভস্মীভূত (Fire) হল একটি দোকান। ঘটনার ঘটেছে শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের…

40 mins ago

Balurghat | আত্রেয়ীর জলের অভাবে শুকিয়ে যাচ্ছে কাশিয়া খাঁড়ি, সমস্যায় কৃষকরা

বালুরঘাট: আসছে না আত্রেয়ীর জল (Atreyee river)। ফলে শুকিয়ে যাচ্ছে বালুরঘাটের কাশিয়া খাঁড়ি। এদিকে খাঁড়ির…

1 hour ago

রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন কবে দেখবে নবীন প্রজন্ম

  অনুপ দত্ত বীরভূমের উত্তর লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রিক বাগদী বোকা হতে চায়।…

2 hours ago

শিল্পকলার অপব্যবহার নিয়ে কিছু প্রশ্ন

  পার্থ চৌধুরী আমাদের ছেলেবেলায় শিলিগুড়িতে নামগানের রমরমা ছিল উল্লেখ করার মতো। কোনও কোনও ঘুম…

2 hours ago

শ্রীবিহীন নীতি ভাঙা ‘কন্যাশ্রী’

  ইন্দ্রাণী সেনগুপ্ত কলেজ থেকে ফিরলাম। সকাল দশটা থেকে একটা পর্যন্ত আমার তিনটে ক্লাস ছিল,…

2 hours ago

This website uses cookies.