ওয়াশিংটন: ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের সমর্থনে প্রচারে ঝড় তুললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama)। সেই সূত্রে শনিবার নেভাডার এক জনসভায় রিপাবলিকান প্রার্থী ডোনান্ড ট্রাম্পকে (Donald Trump) তীব্র আক্রমণ করেন তিনি। ওবামা বলেন, ‘ট্রাম্প শুধু নিজের অহংকার, টাকা ও সম্মান নিয়ে ভাবেন। তিনি জীবনে কখনও গাড়ির সামান্য টায়ারও বদল করেছেন? এই ধরনের কাজের জন্য তিনি জিভস (ট্রাম্পের সহযোগী)-কে তলব করেন। ট্রাম্প তাঁকে বলেন, জিভস টায়ারটা বদলে দিন।’ কমলা হ্যারিসের প্রশংসা করে ওবামা বলেন, ‘আমরা প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য তৈরি। আমরা তাঁকেই চাই এবং ভালো খবর হল কমলাও নতুন দায়িত্বের জন্য প্রস্তুত। তিনি এমন একজন মানুষ যিনি সারা জীবন কাটিয়েছেন সেইসব লোকের জন্য লড়াই করে যাঁদের একজন নেতার প্রয়োজন। কমলা মধ্যবিত্তদের মধ্যে বেড়ে উঠেছেন। তিনি কলেজে থাকাকালীন নিজের খরচ চালাতে ম্যাকডোনাল্ডসে কাজ করতেন।’
Barack Obama | ‘শুধু নিজের অহংকার-টাকা নিয়ে ভাবেন’, ওবামার নিশানায় ট্রাম্প
শেষ আপডেট: