কুমারগঞ্জ: কাঁটাতারের বেড়া কেটে ভারতে অনুপ্রবেশের চেষ্টা! গত ১২ ডিসেম্বর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার জাখিরপুর এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে। জানা গিয়েছে, এদিন রাত প্রায় সাড়ে দশটার দিকে বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) দুইজন সন্দেহভাজন অপরাধীর গতিবিধি লক্ষ্য করে। ঘটনাটি ঘটে বিএফএল পোল নং ৪০-৪১(জেপিকে)-এর মধ্যে। এরপরেই বিএসএফ-এর তৎপর সদস্যরা বাঁশি বাজিয়ে সতর্কতা জারি করেন এবং অপরাধীদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। কিন্তু অপরাধীরা পালানোর চেষ্টা করলে বিএসএফ-এর তরফে প্রথমে স্টান গ্রেনেড ছোঁড়া হয়, যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর জাখিরপুর পোস্ট ক্যাম্পের গার্ড সেন্ট্রি ঘটনাটি টের পেয়ে গুলি ছোঁড়েন। ঘটনার খবর পেয়ে বিএসএফ-এর পোস্ট কমান্ডার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারপাশ তল্লাশি করেন। তল্লাশিতে দেখা যায় যে, আন্তর্জাতিক সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া (আইবিবি ফেন্স) আটটি স্থানে কেটে ফেলা হয়েছে।
তবে বিএসএফ জানিয়েছে যে পাচার বা অবৈধ পারাপারের কোনও স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। যদিও ফেন্স কেটে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ উত্থাপন করেছে বিএসএফ। এই ঘটনায় বিএসএফ সন্দেহভাজন হিসেবে সাতজনের নাম উল্লেখ করে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে মঞ্জুর সরকার, আতিয়ার সরকার, কালাম, রতন মোল্লা, এ. আলি মোল্লা, সাইদুল মোল্লা এবং আবু সাফি। তারা প্রত্যেকেই দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।