শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Barcelona | রাফিনহার হ্যাটট্রিকে বায়ার্নকে হারাল বার্সা, হাল্যান্ডের অবিশ্বাস্য গোলে বিস্মিত পেপ

শেষ আপডেট:

বার্সেলোনা: দীর্ঘ নয় বছর পর চাকা ঘুরল হ্যান্সি ফ্লিকের হাত ধরেই। বুধবার রাতে অবশেষে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে বহু কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রাফিনহার হ্যাটট্রিকে ৪-১ গোলে স্বস্তির জয় কাতালান জায়েন্টদের। অন্যদিকে ম্যাঞ্চেস্টার সিটির পাঁচ তারা জয়ের দিনে চর্চায় আর্লিং ব্রাউট হাল্যান্ডের অবিশ্বাস্য গোল।

শনিবার লা লিগায় এল ক্লাসিকো। আগের রাতে রিয়াল মাদ্রিদ ম্যাচ জেতে দুর্দান্ত প্রত্যাবর্তনে। হ্যাটট্রিক করে মহারণের দামামা বাজিয়ে দিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়ার। ২৪ ঘণ্টার ব্যবধানে হ্যাটট্রিক আরও এক ব্রাজিলিয়ানের। এল ক্লাসিকোর আগে এ যেন বার্সা শিবির থেকে পালটা হুংকার। বার্সেলোনার জার্সিতে শততম ম্যাচ খেলতে নেমে প্রথম মিনিটেই গোল করেন রাফিনহা। ৭৫ মিনিটে যখন কোচ তাঁকে তুলে নেন, ততক্ষণে তাঁর হ্যাটট্রিক হয়ে গিয়েছে। ব্রাজিলিয়ান উইঙ্গার বাকি দুটি গোল করেন ৪৫ ও ৫৬ মিনিটে। চ্যাম্পিয়ন্স লিগে এটিই তাঁর প্রথম হ্যাটট্রিক। ফ্লিকের দলের হয়ে ৩৬ মিনিটে আরেকটি গোল রবার্ট নেওয়ানডস্কির। উলটোদিকে চার গোল হজমের পর বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি একাধিক পরিবর্তন করে কৌশল বদলালেও লাভ হয়নি কিছুই। জার্মান ক্লাবটির হয়ে ১৮ মিনিটে একমাত্র গোলটি করেন হ্যারি কেন।

প্রতিশোধের ম্যাচ জিতে রাফিনহা বলেছেন, ‘সমর্থকদের কাছে এটা প্রতিশোধ। আমরা অতীতের দিকে তাকাই না, লক্ষ্য থাকে পরের ম্যাচে।’ নিজের পারফরমেন্সে সন্তুষ্ট ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘বার্সেলোনায় সই করার পর থেকে এমন রাতের স্বপ্নই দেখেছি।’ এদিকে এখনই ফেভারিটের তকমা গায়ে মাখতে নারাজ বার্সা কোচ। এই জয়টা গুরুত্বপূর্ণ মেনে নিয়েও ফ্লিকের মন্তব্য, ‘মরশুম সবে শুরু। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে সামনে লম্বা পথ।’

দুরন্ত ছন্দে ম্যাঞ্চেস্টার সিটিও। এদিন রাতে স্পার্টা প্রাহাকে ৫-০ গোলে বিধ্বস্ত করল সিটিজেনরা। জোড়া গোল হাল্যান্ডের। এছাড়া গোল করেন ফিল ফোডেন জন স্টোনস ও মাথিয়াস নুনেজ। ম্যাচে হাল্যান্ডের করা দ্বিতীয় গোলটি অবিশ্বাস্য। স্যাভিনহোর ভাসানো বল শূন্যে লাফিয়ে ব্যাকহিল ভলি করেন তিনি। যা দেখে বিস্মিত সিটির কোচ পেপ গুয়ার্দিওলাও। বলেছেন, ‘একজন মানুষের পক্ষে এমন গোল স্বাভাবিক নয়।’ এদিকে জার্মানিতে অনুষ্ঠিত ম্যাচে আরবি লিপজিগকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি ডারউইন নুনেজের।

 

একনজরে চ্যাম্পিয়ন্স লিগের ফল

বার্সেলোনা ৪-১ বায়ার্ন মিউনিখ

ম্যাঞ্চেস্টার সিটি ৫-০ স্পার্টা প্রাহা

আরবি লিপজিগ ০-১ লিভারপুল

অ্যাটলেটিকো মাদ্রিদ ১-৩ লিলে

আরবি সলজবার্গ ০-২ ডায়নামো জাগ্রেব

বেনফিকা ১-৩ ফেনুর্দ

ইয়ং বয়েজ ০-১ ইন্টার মিলান

ব্রেস্ট ১-১ বেয়ার লেভারকুসেন

আটালান্টা ০-০ সেল্টিক

 

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Neeraj Chopra | ‘বোঝাতে হচ্ছে যে,আমি দেশপ্রেমী’, আরশাদ ইস্যুতে ব্যাথিত ভারতের ‘সোনার ছেলে’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন ভারতের...

Kolkata | রাজারহাটে নয়া ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তাব মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজারহাটে ১৫ একর জমিতে সিএবি-কে নয়া...

Kolkata | ‘ভারত-ইংল্যান্ড উপভোগ্য সিরিজ হবে’, বাবার সঙ্গে ইডেনে ঈশা গুহ

অরিন্দম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ নৈশালোকের ঝলমলে ইডেন গার্ডেন্স। শনিবার কলকাতা...

Rohit Sharma | ‘ছন্দটা শেষপর্যন্ত ধরে রাখতে হবে’, বক্তা রোহিত, মনোযোগী শ্রোতা হার্দিক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রথম পাঁচ ম্যাচে একটা জয়।...