কলকাতা : তিনি বিরক্ত। তিনি ক্ষুব্ধও।
প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে শো কজ করা হবে। আর সেই শো কজ করবেন তিনি- বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে এমন জল্পনা কম হয়নি। কীভাবে এমন খবর হয়েছিল, জানেন না বোর্ড সভাপতি। পুরো ঘটনায় তিনি বিরক্ত হয়ে শনিবার জানিয়েছেন, খবরটা সঠিক নয়। বিরাটকে শো কজের কোনও পরিকল্পনা ছিল না। জানি না কীভাবে এমন খবর হয়েছিল।
দল নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে রওনা হওয়ার আগে বিস্ফোরক সাংবাদিক সম্মেলন করেছিলেন কোহলি। তাঁর বক্তব্যের মধ্যে ইঙ্গিত ছিল, বোর্ড সভাপতি সত্য কথা বলছেন না। কেন এমন ঘটনা ঘটেছিল, স্পষ্ট নয় এখনও। সরকারিভাবে কোহলির মন্তব্য নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু তারপরও দাদা বনাম কোহলি নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে জল্পনার শেষ নেই।
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ হারের পর কোহলি নেতৃত্ব ছেড়েছেন। বিরাট এখন ভারতীয় দলের সাধারণ সদস্য তথা প্রাক্তন অধিনায়ক। মহারাজের ঘনিষ্ঠমহলের বক্তব্য, তিনি কোহলির বিস্ফোরক সাংবাদিক সম্মেলনের বক্তব্যে অবাক ও বিরক্ত হয়েছিলেন ঠিকই। কিন্তু তাঁকে শো কজের কথা ভাবেননি। বোর্ড সভাপতি অবশ্য শো কজের অভিযোগ সঠিক নয় বলেই আপাতত দায় এড়িয়েছেন। চেষ্টা করেছেন, বিতর্কে জল ঢালতে। শেষটা কীভাবে হয়, সেটাই এখন দেখার।
ওডিআই দলের নেতৃত্ব যাওয়ার পর বিরাটের বিস্ফোরক সাংবাদিক সম্মেলন দুভাগ করে দিয়েছে ভারতীয় ক্রিকেটকে। দুই প্রাক্তন অধিনায়কের লড়াই নিয়ে প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। তবে আপাতত বিতর্ক এড়াতে মরিয়া দুপক্ষই।