বালুরঘাট: বিবাহবহির্ভূত সম্পর্ক(Extra Marital Affairs) গৃহবধূর। স্বামীর অবর্তমানে গৃহবধূর ঘরে যুবক ঢুকতেই ওই যুগলকে হাতেনাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। প্রেমিককে গণধোলাইও দেওয়া হয়। শুক্রবার ঘটনাটি ঘটেছে বালুরঘাট(Balurghat) ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের কুয়ারণে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে ওই যুগলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও এনিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, কুয়ারণ এলাকায় ওই গৃহবধুর সঙ্গে গত প্রায় এক বছর ধরে চকভৃগুর এক যুবকের সম্পর্ক রয়েছে। ওই গৃহবধূর স্বামী পেশায় নির্মাণ শ্রমিক। প্রায় ৯ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। যখন স্বামী বাড়িতে থাকেন না সেই সময় গৃহবধূর বাড়িতে আসেন ওই যুবক। এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে ওই যুবককে গৃহবধূর বাড়িতে আসা যাওয়া করতে দেখেন গ্রামবাসীরা। ওই যুবক কে হয়, জানতে চাইলে গৃহবধূ জানান, তাঁর ভাই হয়। এদিকে দীর্ঘদিন ধরে এনিয়ে গ্রামবাসীদের মধ্যে সন্দেহ দানা বাঁধছিল। অবশেষে এদিন স্বামী কাজে বেরিয়ে যাওয়ার পরে ওই যুবক আবার গৃহবধূর বাড়িতে আসে। সেইসময় তাঁকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। এদিকে ওই গৃহবধূ তাঁর প্রেমিককে সানসেটে লুকিয়ে রাখেন। সেখান থেকে তাঁকে বের করে ফেলেন স্থানীয়রা। এরপর উত্তেজিত জনতা ওই যুবককে গণধোলাই দেয়। খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। পরে পুলিশ দুজনকে উদ্ধার করে বালুরঘাট থানায় নিয়ে যায়।