সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Balurghat | বিবাহবহির্ভূত সম্পর্কের জের! গৃহবধূ ও প্রেমিককে হাতেনাতে ধরলেন গ্রামবাসী

শেষ আপডেট:

বালুরঘাট: বিবাহবহির্ভূত সম্পর্ক(Extra Marital Affairs) গৃহবধূর। স্বামীর অবর্তমানে গৃহবধূর ঘরে যুবক ঢুকতেই ওই যুগলকে হাতেনাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। প্রেমিককে গণধোলাইও দেওয়া হয়। শুক্রবার ঘটনাটি ঘটেছে বালুরঘাট(Balurghat) ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের কুয়ারণে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে ওই যুগলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও এনিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, কুয়ারণ এলাকায় ওই গৃহবধুর সঙ্গে গত প্রায় এক বছর ধরে চকভৃগুর এক যুবকের সম্পর্ক রয়েছে। ওই গৃহবধূর স্বামী পেশায় নির্মাণ শ্রমিক। প্রায় ৯ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। যখন স্বামী বাড়িতে থাকেন না সেই সময় গৃহবধূর বাড়িতে আসেন ওই যুবক। এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে ওই যুবককে গৃহবধূর বাড়িতে আসা যাওয়া করতে দেখেন গ্রামবাসীরা। ওই যুবক কে হয়, জানতে চাইলে গৃহবধূ জানান, তাঁর ভাই হয়। এদিকে দীর্ঘদিন ধরে এনিয়ে গ্রামবাসীদের মধ্যে সন্দেহ দানা বাঁধছিল। অবশেষে এদিন স্বামী কাজে বেরিয়ে যাওয়ার পরে ওই যুবক আবার গৃহবধূর বাড়িতে আসে। সেইসময় তাঁকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। এদিকে ওই গৃহবধূ তাঁর প্রেমিককে সানসেটে লুকিয়ে রাখেন। সেখান থেকে তাঁকে বের করে ফেলেন স্থানীয়রা। এরপর উত্তেজিত জনতা ওই যুবককে গণধোলাই দেয়। খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। পরে পুলিশ দুজনকে উদ্ধার করে বালুরঘাট থানায় নিয়ে যায়।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Attempt to sell child | দুয়ারে দুয়ারে বিক্রির প্রস্তাব! ১ মাসের সন্তানসহ ধরা পড়লেন দম্পতি

মালবাজার: মাত্র ১ মাসের কোলের বাচ্চাকে বিক্রি করতে এসে...

Baikunthapur Forest | জঙ্গলে জোরে গান বাজিয়ে বনকর্মীদের নাচ

প্রিয়দর্শিনী বিশ্বাস, শিলিগুড়ি: কথায় বলে, রক্ষকই ভক্ষক। তার উদাহরণ...

Darjeeling | শুটিংয়ের জন্য দার্জিলিংয়ে অনুরাগ, অনীতের সঙ্গে সাক্ষাৎ 

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: কুয়াশামোড়া দার্জিলিংয়ের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে...

Harishchandrapur | নেই ডাক্তার, ফাঁকা জেলা পরিষদের চেম্বার  

সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর পঞ্চায়েতে...