বেলাকোবাঃ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার দুঘণ্টার মধ্যেই পুরোনো দলে ফিরলেন এক পঞ্চায়েত সদস্যা। শনিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বেলাকোবা শিকারপুরে। জানা গিয়েছে, এদিন পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের ১৮/৯৭ পঞ্চায়েত সদস্যা কল্পনা বর্মণ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়।
যদিও তৃণমূলে যোগ দেওয়ার দুই ঘণ্টার মধ্যেই মোহভঙ্গ হয় কল্পনা বর্মণের। ফের তিনি ফিরে যান পুরোনো দল বিজেপিতে। এদিনই তিনি তৃণমূলের সঙ্গ ত্যাগ করে বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য দেবাশীষ বিশ্বাসের হাত থেকে পদ্মপতাকা তুলে নেন। তিনি জানান, স্থানীয় তৃণমূল নেত্রী তথা রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্যা সর্বানী ধারা তাঁকে ভুল ভুলিয়ে তৃণমূলে নিয়ে গিয়েছিলেন। পরে ভুল বুঝতে পেরে বিজেপিতে চলে এসেছেন।
এই দলবদলের ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা দেবাশীষ বিশ্বাস বলেন, ‘তৃণমূল নোংরা রাজনীতি করছে। তাঁদের পায়ের তলার মাটি চলে গেছে। বিধায়ক তহবিলের অর্থ দিয়ে তার এলাকায় কাজ করার মিথ্যে প্রলোভন দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কল্পনা বর্মণকে। মিথ্যে প্রলোভন বুঝতে পেরেই পুনরায় আমাদের দলেই ফিরে এসেছেন।’
এই বিষয়ে কোনও মন্তব্য করেননি রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।