বেলাকোবা: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মা ও ছেলে। বৃহস্পতিবার দুপুরে একটা নাগাদ দুর্ঘটনাটি (Accident) ঘটে শিলিগুড়ি-জলপাইগুড়ির মাঝে ৩১ নম্বর জাতীয় সড়কের সারিয়াম মোড় (Sariam More) এলাকায়। আহত ছাত্রের নাম ঈশান বন্দ্যোপাধ্যায় এবং তার মায়ের নাম জ্যোতি বন্দ্যোপাধ্যায়। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে বেশ কিছুক্ষণ ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করায় সৃষ্টি হয় যানজটের।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে ফকির ঢিপ এলাকার একটি বেসরকারি স্কুলে থেকে ছেলেকে নিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন জ্যোতি বন্দ্যোপাধ্যায়। সারিয়াম মোড় এলাকায় পুলিশের একটি গাড়ি তাদের ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে ছিটকে পড়ে মা ও ছেলে। স্থানীয়রা ছুটে এসে দু’জনকে উদ্ধার করে ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে (Hospital) নিয়ে যায়। গাড়ির ধাক্কায় সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়েছে।
ঘটনার পর জাতীয় সড়কে বড় বড় কাঠের লগ ফেলে অবরোধ শুরু করেন স্থানীয়রা। ঘটনাস্থলে ছুটে আসেন রাজগঞ্জ থানার (Rajganj Police Station) আইসি (IC) অনুপম মজুমদার এবং ট্রাফিক পুলিশের ওসি (OC) বাপ্পা সাহা। তাঁদের সঙ্গে বচসায় জড়ান স্থানীয়রা। অনেক পরে দু’পক্ষ কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করলে, উঠে যায় অবরোধ। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, মা এবং ছেলে এখন অনেকটাই ভালো আছেন।