উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার আনুষ্ঠানিকভাবে সূচনা হতে চলেছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস (Bengal Business Summit)। বিজনেস সামিটকে কেন্দ্র করে এই মুহূর্তে সাজো সাজো রব নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সামিটে উপস্থিত থাকবেন মুকেশ আম্বানি (Mukesh Ambani), সজ্জন জিন্দালদের মতো শিল্পপতিরা। সঙ্গে বিদেশ থেকে আসছেন বহু শিল্পপতি। আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ফলে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নিউটাউন চত্বর। মোতায়েন করা হয়েছে প্রায় সাড়ে ৪০০ পুলিশ (Police) কর্মী। এরই সঙ্গে থাকছেন ৩ জন ডিসি পদমর্যাদার অফিসার। থাকবেন বিধাননগরের নগরপাল।
বুধবার কলকাতায় পা রাখছেন শিল্পকর্তা মুকেশ আম্বানি। এবারের সম্মেলনে উল্লেখযোগ্য উপস্থিতি হতে চলেছে আফ্রিকার। কেনিয়ার কঙ্গো থেকে এসেছেন প্রতিনিধিরা। জার্মানি, জাপান থেকে আসছে শিল্পমহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আজ সূচনা হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। মূল অনুষ্ঠানের উদ্বোধনের আগেই মুখ্যমন্ত্রী অংশ নেবেন দুই বণিকসভার সম্মেলনে। অন্যদিকে, এই বাণিজ্য সম্মেলন উপলক্ষে আলো দিয়ে সাজানো হয়েছে নিউ টাউন থেকে মা উড়ালপুল যাওয়ার রাস্তাও।
এদিকে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এটা খুব ইউনিক যে এত দেশ অংশ নিতে আসছে। আমি মানুষের চোখ দিয়ে সব কিছু দেখি। সম্মেলন কত বড় হবে মানুষ বলবে। সবাইকে বাংলায় স্বাগত।’