কলকাতা: নমুনা পরীক্ষা কমায় রাজ্যে ফের কমল দৈনিক করোনা সংক্রমণ। কমেছে মৃতের সংখ্যাও। সোমবার স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত কোভিড ১৯ বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে ৯ হাজার ৩৮৫ জনের সংক্রমণ ধরা পড়েছে। রবিবার সেই সংখ্যা ছিল ১৪ হাজার ৯৩৮। কমেছে দৈনিক মৃতের সংখ্যাও। ২৪ ঘণ্টায় করোনায় সংক্রামিত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ৩৩ জনের। গতকাল সেই সংখ্যা ছিল ৩৬। সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৩৪ জন। সুস্থতার হার ৯০.৬৩ শতাংশ। পজিটিভিটি রেট ২৬.৪৩ শতাংশ। গতকাল তা ছিল ২৭.৭৩ শতাংশ। ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ৫১৫টি। গতকাল ৫৩ হাজার ৮৭৬টি নমুনা পরীক্ষা হয়েছিল। অর্থাৎ এদিন নমুনা পরীক্ষা কমেছে। এদিকে, রাজ্যে যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তাতে চিন্তিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ করোনার পরিপ্রেক্ষিতে মেট্রোর কাটছাঁট