উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নবান্ন অভিযানে পুলিশের দমনপীড়নের অভিযোগে প্রতিবাদ জানিয়ে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টা বনধের (Bangla Bandh) ডাক দিয়েছে বিজেপি (BJP)। যদিও বিজেপি ডাকা বাংলা বনধ মানা হবে না বলে জানিয়ে দিল নবান্ন (Nabanna)। রাজ্য সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যবাসী যেন বনধ পালন না করেন। তাঁরা যেন জনজীবন স্বাভাবিক রাখেন। পুজোর বাজার যেন খোলা রাখা হয়। তার জন্য যদিও কোনওরকম ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণের দায়িত্ব নেবে রাজ্য সরকার। একইসঙ্গে সমস্ত পরিবহণের স্বাভাবিক চলাচল বজায় রাখার জন্য সমস্ত আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে নবান্ন।
মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। আরজি করের ঘটনা এবং পরবর্তী আন্দোলনের কথা জানিয়ে তিনি বলেন, ‘তদন্ত চাওয়ার এবং সুবিচার চাওয়ার দায়িত্ব ও অধিকার আমাদের সকলেরই আছে। কিন্তু আজ মহানগরকে এবং তারপর বুধবার বাংলাকে স্তব্ধ করার যে প্রয়াস হল এবং হচ্ছে, তা সম্পূর্ণ অসমর্থনীয়। ছাত্রছাত্রীদের পড়াশোনা, পরীক্ষা আছে এবং চলছে। শারোদৎসবের বেচাকেনা শুরু হয়ে গিয়েছে। ব্যবসায়ী, কর্মজীবী, পেশাজীবী, বৃত্তিজীবী বৃহৎ সংখ্যক মানুষের ভবিষ্যৎ এতে বিপন্ন হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য সহ সমস্ত আপৎকালীন পরিষেবা বিপন্ন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছে আগামীকালের প্রস্তাবিত বন্ধকে মেনে নেওয়া হবে না।’