রাজ্য

Bengal Weather | ঠান্ডার পাল্লা ভারী বাঙালির প্রেম দিবসে

সানি সরকার, শিলিগুড়ি: তাপমাত্রার এমন বাড়বাড়ন্তে মন খারাপ বাংলার। ঠান্ডা ছাড়া কি সরস্বতীপুজো ‘এনজয়’ করা যেতে পারে, প্রশ্নটা ছিল মুখে মুখে। হতাশ হয়ে পড়েছিলেন অনেকে। প্রকৃতিদেবীর কাছে এই খবর পৌঁছেছে কি না, জানা নেই। তবে প্রকৃতি সহায়! তাই গরম নয়, মেঘ-বৃষ্টিতে সরস্বতীপুজোর দিন কাটবে উত্তরবঙ্গের (Bengal Weather)। বজ্রপাত সহ গৌড়বঙ্গে টানা দু’দিন বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিও ঢাকা পড়তে পারে মেঘে। কোথাও কোথাও এক পশলা বৃষ্টিও হতে পারে।

পরিবর্তিত এই পরিস্থিতির মূলে রয়েছে মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বাতাসের উপরিভাগে নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি। এর জেরে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের আমদানি হবে। আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য, ‘পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখনও পাহাড়ি অঞ্চলে রয়েছে। কিন্তু সমতল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়ার মূলে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। মেঘ-বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা হলেও কমবে।’

ক্যালেন্ডারের পাতা ধরে বসন্ত প্রবেশের আগেই পাকাপাকিভাবে বিদায় নিয়েছে শীত। ফলে গত কয়েকদিন ধরে বাড়ছিল তাপমাত্রা। কিন্তু বসন্তের প্রথমদিন, সরস্বতীপুজোর দিন বৃষ্টির ভ্রূকুটি উত্তরবঙ্গজুড়ে। দিনটি আবার ভ্যালেন্টাইন্স ডে। বাঙালির প্রেম দিবসের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে’র এমন সহাবস্থান, বোধহয় শতাব্দীতে একবার হয়। সেই স্পেশাল দিনটি এবার বৃষ্টি-জলে মাটি হতে পারে অনেক জায়গায়। অন্তত গৌড়বঙ্গে সেরকমেরই আভাস মিলেছে। আবহাওয়ার মতিগতির পূর্বাভাস অনুযায়ী, বুধবার গৌড়বঙ্গের মালদা এবং দুই দিনাজপুরের অনেক জায়গাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। বুধবারের আবহাওয়ার কিছুটা দেখা মিলল মঙ্গলবার। এদিন দিনভর মেঘে ঢাকা ছিল গৌড়বঙ্গের আকাশ। যেহেতু নিম্নচাপ অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে ঝাড়খণ্ড পর্যন্ত। তাই তার প্রভাব বেশি পড়ার সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। শুধু সরস্বতীপুজোর দিন নয়, পরেরদিনও অনেক জায়গায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার মেঘ-রোদের লুকোচুরি চলেছে শিলিগুড়ি সহ হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গেও। বুধবার ভারী মেঘ জমতে পারে শিলিগুড়ি থেকে কোচবিহার পর্যন্ত। এখানকার চার জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোথায় কোথায় বৃষ্টি হবে, হলেও কতটা হবে, তা নিশ্চিত নয় মঙ্গলবার রাত পর্যন্ত। তবে পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি এবং মেঘের জন্য ৩-৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমার সম্ভাবনার কথা বলছেন আবহবিদরা। সূর্যের তেজ তেমনভাবে পাওয়া যাবে না এবং বৃষ্টির সঙ্গে উপরি মিলবে উত্তুরে হাওয়া। তাই তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানাচ্ছেন তাঁরা। গরম নয়, তাই ঠান্ডার আমেজে কাটবে সরস্বতীপুজো।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Sachin Tendulkar | সার্ভিস রিভলবার থেকে গলায় গুলি, আত্মঘাতী শচিনের নিরাপত্তারক্ষী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আত্মহত্যা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচিন তেন্ডুলকরের নিরাপত্তারক্ষী তথা রাজ্য রিজার্ভ…

7 mins ago

Malda | অবৈধ পুকুর ভরাটের বিরুদ্ধে ময়দানে প্রশাসন

হবিবপুর: অবৈধ পুকুর ভরাটের (Illegal Pond Filling) বিরুদ্ধে অভিযানে নামল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর।…

13 mins ago

Phansidewa accident | জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে কন্যাযাত্রী বোঝাই গাড়ি, মৃত ৩, আহত অন্তত ১৫

ফাঁসিদেওয়া: দুর্ঘটনার কবলে কন্যাযাত্রী বোঝাই গাড়ি। মৃত্যু হল ৩ জনের। আহত অন্তত ১৫ জন। বুধবার…

22 mins ago

Drinking Water Crisis | তীব্র গরমে প্রবল জলকষ্ট, ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ বাসিন্দাদের

হরিশ্চন্দ্রপুর:  চার বছর ধরে পানীয় জলের (Drinking water) সংকটে (Crisis) ভুগছেন এলাকার মানুষ। পিএইচই (PHE)…

23 mins ago

India Tour By Bicycle | দু চাকায় ভর করে ভারত ভ্রমণ, যুবকের উদ্দেশ্য জানলে চমকে যাবেন

শিলিগুড়ি: মা দিয়েছিলেন ৫০০ টাকা। সেই ৫০০ টাকা কে সম্বল করেই দেশ ভ্রমণে (India tour)…

1 hour ago

Brown sugar seized | প্রায় ৮ কেজি ব্রাউন সুগার ও ৩২ লক্ষ টাকা সহ গ্রেপ্তার পাচারচক্রের পান্ডা

মালদা: ৭ কেজি ৯০০ গ্রাম ব্রাউন সুগার (Brown sugar seized) ও ৩২ লক্ষ টাকা সহ…

1 hour ago

This website uses cookies.