উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার (Screenwriter) সুমিত অরোরার (Sumit Arora) সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। গত বছরের দিওয়ালিতে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন। প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই চর্চিত প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঋতাভরী।
সূত্রের খবর, চলতি বছরের ডিসেম্বরে বিয়ে করবেন তাঁরা। পরিকল্পনা রয়েছে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর (Destination wedding)। সম্ভবত থাইল্যান্ডে (Thailand) বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে চারহাত এক হবে ঋতাভরী ও সুমিতের। ঘরোয়াভাবে বাঙালি ও পঞ্জাবি মতে বিয়ে সারবেন তাঁরা। তবে প্রীতিভোজ জাঁকজমকপূর্ণভাবে হবে বলেই শোনা যাচ্ছে।
প্রসঙ্গত, সুমিত অরোরা শাহরুখের ‘জওয়ান’-এর পাশাপাশি, ‘স্ত্রী’ সহ অন্যান্য সিনেমারও সংলাপ লিখেছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজেরও সংলাপও লিখেছেন তিনি। ২০২৩ সাল থেকেই সোশ্যাল মিডিয়ায় সুমিতের সব ছবিতেই মিষ্টি মন্তব্যে ভরিয়ে দিয়েছেন ঋতাভরী। যা থেকে তাঁদের সম্পর্কের আঁচ পেয়েই গিয়েছিলেন অনুরাগীরা। এবার জীবনের নতুন ইনিংস শুরু করার পথে এই জুটি।