উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী (Utpalendu Chakraborty Death)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কের বাড়িতে তাঁর জীবনাবসান হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত এপ্রিল মাসে বাড়িতে পড়ে গিয়ে উৎপলেন্দুর কোমরের হাড় ভাঙে। তারপর তাঁর কোমরের অস্থিসন্ধি প্রতিস্থাপন করা হয়েছে। স্মৃতিভ্রমের সমস্যাও ছিল। প্রস্টেট এবং সিওপিডি-র সমস্যায় ভুগছিলেন। মে মাসেও তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। বাড়ি ফিরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। তবে এদিন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
উৎপলেন্দুর স্ত্রী পরিচালক শতরূপা সান্যাল। তাঁদের দুই মেয়ে চিত্রাঙ্গদা শতরূপা ও ঋতাভরী চক্রবর্তী। দু’জনই টলিপাড়ার প্রতিষ্ঠিত অভিনেত্রী। মঙ্গলবারই উৎপলেন্দুর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।
আশির দশকে ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’র মতো একাধিক চর্চিত ছবির পরিচালক (Bengali Director) উৎপলেন্দু। ১৯৮২ সালে ‘চোখ’ ছবিটি সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার জিতে নেয়। উৎপলেন্দুর ঝুলিতে আসে সেরা পরিচালকের জাতীয় পুরস্কার (National Award Winning Director)। ‘চোখ’ ছবিটির পোস্টার এঁকে দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। এছাড়াও উৎপলেন্দুর ঝুলিতে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার, এনএফডিসি-র স্বর্ণপদক।