শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

Tollywood | ‘উত্তরবঙ্গের মানুষদের ছাড়া আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ’, এবার ‘ড‍্যামেজ কন্ট্রোল’ মোডে টলিউডও

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারী বৃষ্টি ও ধসের জেরে উত্তরবঙ্গজুড়ে (North Bengal Disaster) হাহাকারের মাঝেই রবিবার দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে দক্ষিণবঙ্গে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন টলিউডের বহু তারকা (Tollywood celebrities)। গানের তালে একসঙ্গে পা মেলাতেও দেখা গিয়েছিল তাঁদের। যার জেরে তুমুল সমালোচনা শুরু হয়। কিন্তু উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রথম থেকে মুখে কুলুপ এঁটেছিলেন টলি তারকারা। যা নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। আর তাই এবার ‘ড্যামেজ কন্ট্রোল’ করার চেষ্টা শুরু হল টলিউডের তরফে (Tollywood)।

উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে টলিউডের হয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তাতে প্রথমেই বড় বড় করে লেখা ‘উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি।’ সেই সঙ্গে লেখা রয়েছে, ‘দুর্গাপুজোর বাংলা সিনেমা মানুষকে আনন্দ দিতে পেরেছে, কিন্তু প্রকৃতি সেই উদযাপনে বাধা দিয়েছে। আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এই সময়ে আমরা হাতে-হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষদের ছাড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ। সিনেমা শুধু বিনোদন দিতে পারে, এমন তো নয়। সিনেমা ভরসাও দিতে পারে।’ সেই সঙ্গে টলিউডের এই উদ্যোগে কেউ হাত মেলাতে চাইলে যোগাযোগ করতে পারেন বলেও জানানো হয়েছে।

প্রসেনজিৎ নিজেও ক্যাপশনে লিখেছেন, ‘এই বিশাল সংগ্রামের সময় আমাদের হৃদয় উত্তরবঙ্গের মানুষের সঙ্গে রয়েছে। আমাদের এই সমর্থন ছোট পদক্ষেপ হলেও, আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক অটল। দূরে থেকেও আমরা প্রতি মুহূর্তে আপনাদের পাশে রয়েছি। আপনাদের সাহসই আমাদের শক্তি।’ টলিউডের এই উদ্যোগকে অনেকে সাধুবাদ জানালেও ধেয়ে এসেছে কটাক্ষও।

উল্লেখ্য, গত রবিবার কার্নিভালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী থেকে শুরু করে অঙ্কুশ হাজরা, নুসরত জাহানরা উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গের বিপর্যস্ত পরিস্থিতির মাঝেও কার্নিভাল কেন বাতিল করা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষের অনেকেই। সোমবার রাতেও সোশ্যাল মিডিয়ায় উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে একটি পোস্ট করেছিলেন প্রসেনজিৎ। আর তারপরই ঠিক একইভাবে জনগণের কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Migrant Workers Death | সিলিন্ডার ফেটে মর্মান্তিক পরিণতি! চেন্নাইয়ে মৃত বাংলার ২ পরিযায়ী শ্রমিক

বোলপুর: ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! চা বানাতে গিয়ে...

Jamaldaha | সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেলেন জামালদহের শীর্ষলেন্দু, খুশির জোয়ারে ভাসছে গোটা শহর

জামালদহ: ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছিল মেধাবী ছেলেটি।...

Chopra | মেলা দেখে ফেরার পথে বচসা, খালের জলে ঝাঁপ দিল ছোট বোন!

চোপড়া: দিদির সঙ্গে মেলা দেখতে গিয়েছিল ছোট বোন। কিন্তু...

Malbazar | পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বিএসএফ জওয়ান, ‘শহিদ’ বলিরাম ভারতীকে চোখের বিদায় জানাল ডামডিমবাসী

মালবাজার: চোখের জলে ডামডিমবাসী বিদায় জানাল তাঁদের প্রিয় সন্তান...