নয়াদিল্লি: অস্ট্রেলিয়া সফরের জন্য ২৬ জনের ভারতীয় মহিলা হকি দল ঘোষণা করা হয়েছে। বাংলা থেকে এই দলে সুযোগ পেয়েছেন সুজাতা কুজুর। আদপে ওডিশার মেয়ে কিন্তু তিনি প্রতিনিধিত্ব করেন বাংলার হয়ে।
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন মিডফিল্ডার সালিমা টেটে। সহ অধিনায়ক হয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার নভনীত কাউর। কোচ হরেন্দ্র সিং বলেছেন, ‘অস্ট্রেলিয়া সফর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে নিজেদের শক্তি ও দক্ষতা যাচাই করার সুযোগ রয়েছে। এই দলে অভিজ্ঞতা ও তারুণ্যের চমৎকার ভারসাম্য রয়েছে।’ ২৬ এপ্রিল থেকে ৪ মে-র মধ্যে পারথে পাঁচটি ম্যাচ খেলবে ভারতীয় দল। প্রথম দুটি অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে। পরের তিনটি অস্ট্রেলিয়ার সিনিয়ার দলের বিরুদ্ধে।