উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে (Bengaluru) এক নির্মীয়মাণ বহুতল ভেঙে (Under-Construction Building Collapsed) মৃত্যু হল ৩ জনের। ধ্বংসস্তূপে আটকে রয়েছেন অন্তত ১২ জন। দুজনকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার হেন্নুর (Hennur) এলাকায় আচমকাই ভেঙে পড়ে বহুতলটি। সেই সময় অনেক শ্রমিক কাজ করছিলেন বহুতলে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় শ্রমিকরা চাপা পড়ে যান। স্থানীয়রাই তিনজনকে উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল, উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কি না খোঁজ চালানো হচ্ছে।
গত কয়েকদিন ধরেই বেঙ্গালুরুতে ভারী বৃষ্টি (Rain) হচ্ছে। সম্প্রতি রেকর্ডভাঙা বৃষ্টি হয়েছে সেখানে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ১৮৬.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জল জমেছে বহু এলাকায়। বৃষ্টির জেরেই কি বহুতলটি ভেঙে পড়ল? না কি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।