বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

Betel nut smuggling | ৪৭ কোটির সুপারি পাচারে উত্তরের যোগ, মণিপুরে ৫৩টি ট্রাক আটক সেনার

শেষ আপডেট:

শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি : ৪৭ কোটি টাকার সুপারি পাচারের ছক মণিপুরে ভেস্তে দিল অাসাম রাইফেলস। যার সঙ্গে উত্তরবঙ্গ যোগের স্পষ্ট প্রমাণ এখন সেনা গোয়েন্দাদের হাতে। অসম হয়ে সেই বিপুল পরিমাণ সুপারি বীরপাড়া, চ্যাংরাবান্ধা, কোচবিহার, ফালাকাটা, ধূপগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, নদিয়া এবং কলকাতার পঁচিশটি ঘাঁটিতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল পাচারচক্রের।

যে চক্রে উত্তরবঙ্গের একাধিক ব্যবসায়ী, শিলিগুড়ির প্রভাবশালী দুই ট্রাক মালিক, শুল্ক দপ্তরের তিন কর্তা এবং বারবিশা ও বাগডোগরার দুই জিএসটি মাফিয়ার নাম পেয়েছেন তদন্তকারীরা। তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। অাসাম রাইফেলসের কাছে খবর ছিল, মায়ানমার থেকে একদিনে উত্তরবঙ্গে প্রায় ১০০ কোটি টাকার সুপারি পাচারের ছক কষা হয়েছে। মায়ানমারের সীমান্ত পার করে রওনা দেওয়ার সময়ই মণিপুরের তেংনৌপাল জেলার পাশাপাশি কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ৫৩টি ট্রাকে ৪৭ কোটি টাকার ওই সুপারি ধরে ফেলা হয় গত ১৩ নভেম্বর।

ট্রাকগুলি থেকে উদ্ধার হয় ৫,৪৪,০০০ কেজি (৬৮০০ বস্তা) সুপারি। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি সেনা। সকলেই পালিয়ে মায়ানমারে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে পাচারচক্রের উদ্ধার করা কয়েকটি মোবাইল এবং একটি পকেট ডায়েরি ঘেঁটে পাচারে উত্তরবঙ্গ যোগের নানা তথ্য মিলেছে। এক গোয়েন্দা আধিকারিকের কথা, ‘পাচারে শিলিগুড়ির নাম বারে বারে এসেছে। উত্তরবঙ্গের আরও কয়েকটি জেলার যোগ আছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাবে না।’

গোয়েন্দা সূত্রের খবর, গুয়াহাটির কাছে অসম-মেঘালয় সীমানায় দুটি গোপন ঘাঁটিতে বদল হয় পাচারের ট্রাক। বদলে যায় লাইনম্যান ও লিংকম্যান। গোয়েন্দাদের আশঙ্কা, পশ্চিমবঙ্গে ঢোকার পর পুলিশের চোখে ধুলো দিতে ট্রাকগুলি রাজ্য পরিবহণ দপ্তরের ‘উত্তরের সুবিধা’ পোর্টালে নথিভুক্ত করা থাকে। ফলে ট্রাকগুলিকে আটকানো হয় না বা তল্লাশি চালানো হয় না।

অসম-মেঘালয় সীমানায় যে সব ট্রাক বদল হয়, সেগুলি শিলিগুড়ির দুই অবাঙালি ব্যবসায়ী সরবরাহ করে বলে গোয়েন্দাদের কাছে খবর পৌঁছেছে। একাধিক লিংকম্যানদের কাছে ‘শিলিগুড়ি নিউ বাজার’-এর নাম পেয়েছেন তাঁরা। নিউ বাজার বলতে খালপাড়ার নয়াবাজারের কথা বলা হচ্ছে বলে মনে করছেন স্থানীয় পুলিশকর্তারা।

উত্তরবঙ্গ হয়ে কলকাতা পর্যন্ত বিভিন্ন ঘাঁটিতে সুপারি পৌঁছোনোর এই চক্রে কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তে বারবার উঠে এসেছে জনৈক ‘বর্মন দাদা’র নাম। যার বাড়ি অসম-বাংলা সীমানার বারবিশা এলাকায়। জাল জিএসটি নথি তৈরি করে পাচারের কারবারে সিদ্ধহস্ত ওই ব্যক্তি। বাগডোগরা এলাকায় এক প্রভাবশালীর হাত রয়েছে তার মাথায়। শুল্ক দপ্তর এবং জিএসটি বিভাগে লম্বা হাত রয়েছে ওই প্রভাবশালীর।

বাংলায় ঢোকার পর ট্রাক প্রতি তোলা’র পরিমাণ কমানোর আর্জি নিয়ে সম্প্রতি শিলিগুড়ি জংশন এলাকার একটি হোটেলে ট্রাক মালিকদের দুই প্রতিনিধি এক কাস্টমস কর্তার সঙ্গে গোপনে বৈঠক করেছে বলেও খবর পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আন্তর্জাতিক এই চক্রটি সম্পর্কে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে তিনটি বিশেষ রিপোর্ট পাঠিয়েছে একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ৪৭ কোটির তদন্তে প্রতিরক্ষামন্ত্রকে প্রাথমিক রিপোর্ট পাঠিয়েছেন সেনা গোয়েন্দারাও।

সুপারি পাচারের তদন্তে উত্তরবঙ্গে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি বিশেষ দল। পাচারের টাকার একাংশ দেশবিরোধী শক্তির হাতে যাচ্ছে বলে নিশ্চিত তারা। গত ৬ নভেম্বর ইন্দো-মায়ানমার সীমান্তের মোরে থেকে পাচারের সময় প্রায় এক লক্ষ টাকার সুপারি আটক করে প্রথম এই চক্রের আঁচ পেয়েছিল অাসাম রাইফেলস। তখন এক লাইনম্যানকে আটক করে জিজ্ঞাসাবাদের সময় ১০০ কোটি টাকার সুপারি পাচারের পরিকল্পনা প্রথম জানতে পারে তারা। তারপর মণিপুর পুলিশের সিআইডি ও স্পেশাল টাস্ক ফোর্সকে সতর্ক করা হয়।

পরে মিজোরামের চম্ফাইতে সিগারেট পাচারের সময় ধৃত দুই লিংকম্যানের কাছ থেকে সেনা গোয়েন্দারা জানতে পারেন, ১০-১৫ নভেম্বরের মধ্যে একদিনে মণিপুরের বিভিন্ন এলাকা থেকে ১১০টি সুপারিবোঝাই ট্রাক উত্তরবঙ্গে রওনা দেবে। এরপর জাল বিছিয়ে সাফল্য পান তাঁরা। তিনজন স্থানীয় বাসিন্দাকে (যারা মায়ানমার সীমান্ত পার করে সুপারির বস্তা বহন করত) আটক করে গোয়েন্দারা জানতে পারেন, অভিযানের আগেই পাঁচটি সুপারিবোঝাই ট্রাক রওনা হয়ে গিয়েছে। অভিযানের খবর পেয়ে বাকি ৫২টি ট্রাককে কোথাও লুকিয়ে ফেলা হয় বলে গোয়েন্দাদের ধারণা।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Chalsa | অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশে হাতির দল! ভয়ে কাঁটা শিশুরা, ঘটনাস্থলে বন দপ্তর

চালসা: বাতাবাড়ি পিএনবি ব্যাংক পাড়া সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গলে...

Malbazar BLO Death | বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার, এসআইআর সংক্রান্ত কাজের চাপে ‘আত্মঘাতী’, অভিযোগ পরিবারের

মালবাজার : বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) আবহে এক মহিলা...

Meeting | রাশিয়ায় জয়শঙ্করের সঙ্গে বৈঠক পুতিনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির...

Dinhata | অঙ্গনওয়াড়িতে নেশার ঠেকে অতিষ্ঠ নাগরেরবাড়ি

অমৃতা দে, দিনহাটা: ভেতরে ঢুকলে বোঝা দায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র...