বালুরঘাট: বালুরঘাট (Balurghat) ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুরে (Shibrampur) কয়েকশো মিটার এলাকা উন্মুক্ত। যেখানে কোনওরকম কাঁটাতার নেই। এদিকে এই উন্মুক্ত সীমান্তের ওপারে একটি ভারতীয় গ্রামও রয়েছে। দিন দুয়েক আগে সেই গ্রামটি সহ উন্মুক্ত এলাকা কাঁটাতার দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে বিএসএফ। শুরু হয়েছিল কাজ। তবে কাজ শুরু হতেই তা বন্ধ করে দিল বিজিবি। বিজিবির বাধা দেওয়াকে কেন্দ্র করে এলাকাজুড়ে দেখা দিল তুমুল উত্তেজনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উন্মুক্ত এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া দিতে বাধা দেয় বিজিবি (BGB)। তাঁদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া ওখানে কোনও রকমভাবে কাঁটাতার দেওয়া যাবে না। এনিয়েই সীমান্তে শুরু হয় উত্তেজনা। ঘটনার পর থেকে এলাকাজুড়ে বাড়ানো হয় বিএসএফের (BSF) নজরদারি। অন্যদিকে, শনিবার সকালে শিবরামপুরে পৌঁছয় বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ (Police) বাহিনী। সীমান্তের কী পরিস্থিতি তা নিয়ে বিএসএফের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার তিনদিক ঘেরা বাংলাদেশ সীমান্ত। জেলা জুড়ে সীমান্তবর্তী এলাকাগুলিতে কাঁটাতারের বেড়া থাকলেও, ভৌগোলিক কারণে বেশ কিছু এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। বর্তমানে বাংলাদেশের (Bangladesh) অস্থির পরিস্থিতির কারণে, কাঁটাতার বিহীন এলাকা গুলিতেও বেড়া দেওয়ার কাজ শুরু করা হয়। বালুরঘাট ব্লকের শিবরামপুর সীমান্তে পুকুর এবং সীমান্ত সংলগ্ন একটি গ্রামের কারণে কাঁটাতারের বেড়া ছিল না। গত দুদিন আগে সেখানে কাঁটাতারের বেড়া দিতে নামে বিএসএফ। মাটি সমান করতে আর্থমুভার নামলে বাধা দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি। যদিও এরপরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এলাকায় ‘ফ্লাগ মিটিং’ হয়েছে। কিন্তু বন্ধ রয়েছে বেড়া দেওয়ার কাজ।