উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের হারলেন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) | ফুটবল থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে নাম লেখান এই ফুটবল তারকা। তারপর কখনও বাংলায় শাসক দল তৃণমূলের হয়ে তো কখনও সিকিমে নিজের দল গড়ে নির্বাচনে লড়াই করেছেন। কিন্তু কখনই মানুষের আশীর্বাদে জিততে পারেননি তিনি। এবারও সিকিমের নির্বাচনে হেরে পরপর ৬টি নির্বাচনে হারের লজ্জার রেকর্ড গড়লেন বাইচুং।
ফুটবল ময়দানে তিনি যতটা দাগ কাটতে পেরেছেন রাজনীতির ময়দানে ঠিক ততটাই ব্যর্থ তিনি। এবারে সিকিমের বরফুং কেন্দ্র থেকে তিনি ৪৩৪৬ ভোটের ব্যবধানে হেরে গিয়েছেন সিকিম ক্রান্তিকারী মোর্চার (SKM) প্রার্থীর কাছে। বাইচুংকে হারিয়েছেন সিকিম ক্রান্তিকারী মোর্চার রিকশল দর্জি ভুটিয়া। তাঁর প্রাপ্ত ভোট ৮৩৫৮। বাইচুং পেয়েছেন ৪০১২ ভোট। কার্যত তাঁকে খড়কুটোর মতোই উড়িয়ে দিয়েছে এসকেএম প্রার্থী। ৩২ কেন্দ্রের সিকিমে, ৩১টি আসনেই জিতেছে সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রার্থীরা, ফলে এক্ষেত্রে ভাইচুংয়ের কাছে কাজটা কঠিনই ছিল।

