শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

Asansol | বিরোধীতায় বাংলা পক্ষ, তৃণমূল বিধায়কের কালীপুজোয় ভোজপুরি গায়ক পবন সিংয়ের অনুষ্ঠান বাতিল

শেষ আপডেট:

আসানসোল: বাংলা পক্ষের বিরোধীতার মুখে আসানসোলের (Asansol) তৃণমূল বিধায়কের কালীপুজোয় (Kalipuja) ভোজপুরি গায়ক পবন সিংয়ের অনুষ্ঠান বাতিল করা হল। আগামী ৩ নভেম্বর জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের বহুলা সর্বজনীন কালী পুজোয় পবন সিংয়ের (Pawan Singh) গান গাইতে আসার কথা ছিল। আর এরপরেই শুরু হয় বিতর্ক। অনুষ্ঠানের বিরোধিতায় মাঠে নেমে সরব হয়েছিল ‘বাংলা পক্ষ’র মতো সংগঠনও। কিন্তু শেষ পর্যন্ত শনিবার দুপুরে জানানো হল বাতিল করা হচ্ছে প্রখ্যাত ভোজপুরি গায়ক পবন সিংয়ের অনুষ্ঠান।

শনিবার দুপুরে জামুড়িয়ার বিধায়কের ছেলে তথা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক প্রেমপাল সিং এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘জায়গায় অভাবে ও ভিড়ের কারণে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা প্রশাসনের পক্ষে সম্ভব নয়। তাই এবছর কালীপুজোর সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে।’ এদিন বাংলা পক্ষের প্রতিবাদের ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি এবিষয়ে কিছু জানেন না বলেই জানান।

এদিকে গায়কের অনুষ্ঠান বাতিল হতেই সমালোচনায় সবর হয়েছেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ‘একজন শিল্পীতো যে কোনও জায়গায় গিয়ে অনুষ্ঠান করতে পারেন। কিন্তু পবন সিং বাংলায় অনুষ্ঠান করতে পারলেন না। এটা বাংলার লজ্জা। যা হল তা ঠিক হল না।’ অন্যদিকে এদিন বাংলা পক্ষের তরফে অক্ষয় বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল দুর্গাপুরের পুলিশ কমিশনারকে একটি স্মারকলিপি জমা দেয়। সেই স্মারকলিপিতে বেশ কিছু অভিযোগের পাশাপাশি পবন সিংয়ের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার জন্য পুলিশের ভূমিকার প্রশংসাও করা হয়েছে। অক্ষয় বন্দোপাধ্যায় বলেন, ‘আমরা শিল্পীকে নিয়ে কিছু বলছি না। কিন্তু তিনি তাঁর গানে বাংলার নারী ও মহিলার উদ্দেশ্যে যা বলেন, সেটার বিরোধিতা আমরা করছি।’

উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার পবন সিংকে নিয়ে আসানসোলে বিতর্ক তৈরি হল। চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে আসানসোল কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে পবনের নাম ঘোষণা করার পরই প্রথম বিতর্কের সূত্রপাত হয়েছিল। বাংলা ও বাঙালি মহিলাদের নিয়ে তাঁর গান, ভিডিও ও পোস্টার জনসমক্ষে এনে বিরোধীতায় সরব হয়েছিলেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে শেষ পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পবন সিংকে আর আসানসোলে প্রার্থী করেনি। পবন সিং নিজেও আসানসোলে ভোটে লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Migrant Workers Death | সিলিন্ডার ফেটে মর্মান্তিক পরিণতি! চেন্নাইয়ে মৃত বাংলার ২ পরিযায়ী শ্রমিক

বোলপুর: ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! চা বানাতে গিয়ে...

BDO Prasanta Barman | বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক ও বন্ধু গ্রেপ্তার! ঘটনার ১২ দিনের মাথায় অ্যাকশনে পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দত্তাবাদে (Duttabad) স্বর্ণ ব্যবসায়ী খুনের...

SSC Result 2025 | ফলাফল দেখতে অসুবিধে! পরীক্ষার্থীদের সুবিধের জন্য নতুন ওয়েবসাইট খুলল স্কুল সার্ভিস কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে ঘোষণা হয়েছে এসএসসি-র...

TMC MP Kalyan Banerjee | সাংসদ কল্যাণের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছিল ৫৫ লক্ষ, সেই টাকা ফেরাল ব্যাংক  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের...