শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Joe Biden | ফোন করে ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা বাইডেনের, জানালেন হোয়াইট হাউসে আমন্ত্রণও

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে (US Presedential Election 2024) জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও হার মানতে হয়েছে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে (Kamala Harris)। তবে ট্রাম্পের জয় নিশ্চিত হবার পর বুধবারই অভিনন্দন জানাতে ফোন করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। শুধু তাই নয়, বাইডেন তাঁর রিপাবলিকান উত্তরসূরিকে অদূর ভবিষ্যতে একটি বৈঠক করার জন্য হোয়াইট হাউজে (White House) আমন্ত্রণও জানিয়েছেন।

হোয়াইট হাউজের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট জো বাইডেনও সুস্থ-স্বাভাবিক বদল আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং দেশের উন্নতিসাধনে একসঙ্গে কাজ করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে তাঁর সঙ্গে দেখা করার আমন্ত্রণও জানিয়েছেন।’ বৃহস্পতিবার বাইডেন নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করতে জাতির ভাষণ দেবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও ফোনে কথা বলেছেন। নির্বাচনে জোরদার প্রচার চালিয়ে যাওয়ার জন্য অভিনন্দনও জানিয়েছেন তাঁকে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৯৫টি আসনে জয়ী হয়েছেন। অন্যদিকে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস জয়ী হয়েছেন ২২৬টি আসনে। ম্যাজিক ফিগার ২৭০। অর্থাৎ ট্রাম্পই যে প্রেসিডেন্ট হতে চলেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। রিপাবলিকান কোনও প্রার্থী হিসেবে বিগত ২০ বছরে প্রথমবার সবচেয়ে বেশি ভোটও পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৫০.৯ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প আর কমলা পেয়েছেন ৪৭.৬ শতাংশ ভোট।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Centre on Waqf Act | ‘আদালত ওয়াকফ আইনকে স্থগিত করতে পারে না’, সুপ্রিম কোর্টে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে সুপ্রিম...

Pahalgam | পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিদের দেখেছেন! মহিলার দাবির পরই কাঠুয়ায় চিরুনি তল্লাশি শুরু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও (Pahalgam) কাণ্ডে অভিযুক্ত চার...

Pakistan | তিন দশক ধরে সন্ত্রাসবাদের মদত দিয়েছে ইসলামাবাদ, স্বীকারোক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত ৩০ বছর ধরে জঙ্গিদের...

Indus Waters Treaty | সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করল ভারত, কী সমস্যায় পড়তে চলেছে পাকিস্তান?

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পহলগামে নিরীহ পর্যটকদের হত্যাকাণ্ডের পর...