উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের কোনও সরকারি বিদ্যালয়ে (Goverment school) স্কুল শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া নিয়োগ (Recruitment) করা যাবে না আংশিক সময়ের শিক্ষক। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশ ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকদের (DI)।
শিক্ষা দপ্তর (Education Department) সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়েকটি বিজ্ঞাপনে দেখা গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সরকারি স্কুলগুলি নিজেদের প্রয়োজন মতো আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করছে। মাসিক ১২০০ থেকে ২০০০ টাকার সাম্মানিকের বিনিময়ে। ইতিমধ্যেই বিজ্ঞাপন দেখে আবেদন জমা পড়েছে স্কুলগুলিতে। বিজ্ঞাপন এবং শিক্ষক নিয়োগ নিয়ে আশঙ্কা প্রকাশ করে শিক্ষা দপ্তর জানায়, এভাবে শিক্ষক নিয়োগ হলে পরে স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করতে পারেন তাঁরা। এক্ষেত্রে ক্ষেত্রে বিপাকে পড়তে হবে সরকারকে। তাই শিক্ষা দপ্তর তথা জেলা বিদ্যালয় পরিদর্শকদের আগাম অনুমতি ছাড়া স্কুলে কোনও আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা যাবে না।
তবে এই নির্দেশ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শিক্ষক সংগঠনগুলি। তাঁদের যুক্তি অনুযায়ী, দীর্ঘ দিন ধরে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হয়নি। তাই বাধ্য হয়েই স্কুলগুলিকে পঠনপাঠনের স্বার্থে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করতে হয়।