ডিজিটাল ডেস্ক: আশঙ্কা শেষপর্যন্ত সত্যি হলো। ভারতের শেয়ার বাজারে সোমবার বড়সড়ো পতন দেখা গেল। সোমবার বাজার খোলা মাত্রই সেনসেক্স ১৯৫৫ পয়েন্ট পড়ে যায়। পাশাপাশি নিফটিও ৫৯৬ পয়েন্ট নেমে ১৭০৫০ এর তলায় চলে আসে। কার্যত এই বৃহৎ পতনের জেরে শেয়ারবাজারে লগ্নিকারীদের বড় ধাক্কা খেতে হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভারতের শেয়ারবাজারে এই বিশাল পতনের পেছনে আন্তর্জাতিক প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। সোমবার শেয়ারবাজারে ছোট এবং মাঝারি সংস্থাগুলি যেরকম পড়েছে, ঠিক সেরকমই বড় কোম্পানির শেয়ারেরও পতন ঘটেছে। যেমন বাজাজ ফাইনান্স, টেক মাহিন্দ্রা, টাটা স্টিলের নাম খুব সহজেই বলা যায়। তবে এই পড়তি বাজারেও রীতিমতো শক্তি যুগিয়েছে এনটিপিসি, সান ফার্মা, ভারতী এয়ারটেল, আইএসআইএসআই ব্যাংক সহ কয়েকটি শেয়ার। শেয়ার বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, অস্বাভাবিক দ্রুতগতিতে যেভাবে ৬১০০০ পেরিয়ে গিয়েছিল শেয়ার মার্কেট, তাতে এই পতন খুব স্বাভাবিক। শেয়ারবাজারের এই পতনের ফলে লগ্নির সুযোগ খুলে যাচ্ছে। তবে শেয়ারবাজার মানেই ওঠাপড়া লেগেই থাকবে। আপাতত প্রায় ২০০০ পয়েন্টের কাছাকাছি পড়ার পর আগামীকাল শেয়ারবাজার কোন অভিমুখে সূচক রাখে, এখন সেটাই দেখার।
আরও পড়ুন : কি কারণে ৪ দিনে সেনসেক্স ২৫০০ পয়েন্ট নিচে?