সামসী: রতুয়া-২ (Ratua) ব্লকের রানিনগরে বাঁধের পিচের রাস্তার (Pitch road) একাংশে বড় ধস। রাস্তা ধসে বড় গর্ত (Pothole) হয়ে যাওয়ায়, তা থেকে যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এনিয়ে চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকার এক বাসিন্দা জানান, প্রবল বৃষ্টিতে পিচের রাস্তা ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেই রাস্তা মেরামতের কোনও উদ্যোগই নেওয়া হয়নি। জানা গিয়েছে, ওই রাস্তা দিয়ে প্রতিদিন শয়ে শয়ে সাইকেল, বাইক সহ চার চাকার যানবাহন চলাচল করে। তাই রাস্তার ওই গর্তের ফলে যেকোনও সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে। তাই বাসিন্দারা খুব শীঘ্রই ওই গর্ত মেরামতের দাবি জানিয়েছেন। এই প্রসঙ্গে রানিনগর গ্রামের বাসিন্দা তথা শ্রীপুর-২ গ্রামের পঞ্চায়েত প্রধান আনিকুল ইসলাম বলেন, ‘বাঁধের রাস্তা দেখভালের দায়িত্ব সেচ দপ্তরের। তাই বিষয়টি সেচ দপ্তরে জানানো হয়েছে।’ অন্যদিকে খুব শীঘ্রই ওই গর্ত মেরামতের আশ্বাস দিয়েছেন মহানন্দা এমব্যাংকমেন্টের কর্মী রুহুল আমিন আরমান।