সৌরভ রায়, কুশমণ্ডি: নির্বাচন আসে যায়। স্কুলগুলিকে নির্বাচন কেন্দ্র করে সেখানে রাখা হয় নিরাপত্তারক্ষীদের। কিন্তু তারপরে ঠিক কী পরিস্থিতিতে থাকে সেই স্কুলগুলি, তা নিয়ে ভাবার অবকাশ নেই প্রশাসনের। এমনই এক চরম অবহেলার ছবি দেখা গেল কুশমণ্ডি ব্লকের খাগাইল টঙ্কনাথ সরকারি হাইস্কুলে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে মেটানো হয়নি বিদ্যুৎ বিল। যার মাশুল গুনতে হচ্ছে স্কুলকে(School)। একাধিকবার স্কুলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে দপ্তর। পড়ুয়াদের নিয়ে চরম বিপাকে স্কুল কর্তৃপক্ষ।
ঘটনার শুরু ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময়। এই স্কুলে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করা হয়েছিল। দুমাস তাঁরা এখানে থাকেন। স্কুলের বিদ্যুৎ বিল দাঁড়ায় প্রায় ৮০ হাজার টাকা। তবে যে তৎপরতার সঙ্গে নির্বাচন সম্পন্ন করা হয়েছিল। সেই তৎপরতার সঙ্গে স্কুলের বিদ্যুৎ বিল মেটানোর প্রয়োজনীয়তা হয়তো অনুভব করেনি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। ভোট বড় বালাই, শিক্ষা হয়তো ততটা নয়। দিনের পর দিন বকেয়া রাখা হয়েছে সেই বিল। যা বর্তমানে সুদ সমেত দেড় লক্ষ টাকার বেশি হয়ে দাঁড়িয়েছে। যার জেরে তিনবার স্কুলের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এমনকি এই বকেয়ার জন্য বর্তমানের বিল নিতেও রাজি নয় দপ্তর।
এমতাবস্থায় চরম ক্ষোভ দেখা গেছে, স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে। ‘দিদিকে বলো’ হেল্পলাইনে ফোন করেও বিশেষ সুবিধা হয়নি। প্রধান শিক্ষক মন্টুরাম সরকার জানিয়েছেন, ‘বকেয়া থাকার জন্য বর্তমান বিলও জমা নিচ্ছে না বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তিনবার। স্কুলে বিদ্যুৎ না থাকায় চরম সমস্যার মধ্যে রয়েছেন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সকলেই।’ ওই স্কুলের একদা টিচার ইনচার্জ রমেশ এক্কারের ক্ষোভ, ‘ব্লক থেকে মহকুমা হয়ে জেলাস্তরে লিখিতভাবে আবেদন জানিয়ে, জুতো ক্ষয়ে গিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। স্কুলে বিদ্যুৎ না থাকায় তীব্র গরমের মধ্যে পড়াশোনা করতে হচ্ছে ছাত্রছাত্রীদের।’
দপ্তরের রিজিওনাল ম্যানেজার দীপঙ্কর দাস জানান, ‘বকেয়া টাকা পরিশোধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এটা নিয়ম। স্কুলের ক্ষেত্রে কিছুটা বাড়তি সময় দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে কয়েকবছর ধরে টাকা পরিশোধ হয়নি।’ জেলা শাসক বিজিন কৃষ্ণার আশ্বাস, ‘বিষয়টি দেখা হচ্ছে।’
যদিও স্কুল তরফে জানানো হয়েছে, বিষয়টির দ্রুত নিষ্পত্তি না হলে তাঁরা বিডিও অফিস ঘেরাও করে বৃহত্তর আন্দোলনে নামবে।