গাজোল: মালদা জেলা বন বিভাগের উদ্যোগে এবং আদিনা ডিয়ার পার্কের পরিচালনায় এদিন অনুষ্ঠিত হল বিশ্ব পাখি দিবস। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মালদা কলেজের জুলজি বিভাগের অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা। এছাড়া বেশ কিছু পর্যটকেরাও এদিনের অনুষ্ঠানে অংশ নেন। স্লাইড শো-এর মাধ্যমে পাখিদের সম্পর্কে বিভিন্ন তথ্য, তাদের নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় এদিনের কর্মসূচি। উপস্থিত ছিলেন আদিনা ডিয়ার পার্কের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ইন্দ্রজিৎ দাস, বনকর্মী দেবাশীষ পাল, মিঠুন সরেন,ফিরোজ কামাল। প্রায় ৫০ জন ছাত্র ছাত্রী নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মালদা কলেজের জুলজি বিভাগের সহকারী অধ্যাপক নিকোলাস মার্ডি।
এদিনের অনুষ্ঠান সম্পর্কে ইন্দ্রজিৎ বাবু বললেন, “নানা ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন আমরা বিশ্ব পাখি দিবস পালন করলাম। বাস্তুতন্ত্র রক্ষায় পাখিদের কি ভূমিকা রয়েছে, তা নিয়ে এদিন বিশদে আলোচনা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রজাতির পাখির অস্তিত্ব বর্তমানে যথেষ্ট সংকটাপন্ন। অনেক পাখি বিলুপ্তির পথে। নগরায়নের জন্য কমছে গাছ-গাছালির সংখ্যা। পাখিরা হারাচ্ছে তাদের বাসস্থান। এর ফলে বিঘ্নিত হচ্ছে বাস্তুতন্ত্র। অথচ পাখি আমাদের নানা ধরনের কাজে আসে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে। মলের মাধ্যমে বীজ ছড়িয়ে গাছপালা জন্মাতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন ধরনের অপকারী কীটপতঙ্গ খেয়ে সেগুলোকে নিয়ন্ত্রণ করার কাজ করে পাখিরা। সেই জন্য পাখিদের রক্ষা করার দায়িত্ব নিতে হবে আমাদেরকেই। সারা ভারতে প্রায় ৭২ টি বার্ড স্যাংচুয়ারি রয়েছে। আমাদের রাজ্যের অন্যতম বার্ড স্যাংচুয়ারির মধ্যে রয়েছে রায়গঞ্জের কুলিক বার্ড স্যাংচুয়ারি। এদিন পাখিদের সম্পর্কে বিভিন্ন ধরনের বক্তব্য, স্লাইড শো-এর মাধ্যমে বিভিন্ন পাখি সম্পর্কে পরিচিতি প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হল। মালদা কলেজের জুলজি বিভাগ এদিনের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে।”