বীরপাড়া : বাইসনের (Indian gaur) হানায় জখম হলেন দুজন। বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার নাংডালা চা বাগানে ঘটনাটি ঘটেছে। জখমদের নাম নিতেশ ওরাওঁ (১৭) এবং শান্তি তিরকি (৩৫)। তাঁরা ভাদোয়া লাইনের বাসিন্দা। দুজনকেই বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই চা বাগানের কিছু দূরে রয়েছে দলমোড় জঙ্গল। সেখান থেকেই বুনোটি বেরিয়ে চা বাগানে ঢুকে পড়ে বলে সন্দেহ স্থানীয়দের। বাইসনের হানায় দুজন জখম হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছেন বনকর্মীরা। বাইসনকে বাগে আনার চেষ্টা চলছে।
Birpara | নাংডালা চা বাগানে বাইসনের হামলায় জখম ২
শেষ আপডেট: