রাজ্য

Birpara | বীরপাড়া হাসপাতালের স্বাস্থ্যকর্মী, চিকিৎসকরাই এখন রোগীর আত্মীয়

মোস্তাক মোরশেদ হোসেন, বীরপাড়া: ট্রেনের ধাক্কায় গুরুতর জখম বছর পঞ্চাশের এক প্রৌঢ় গত ২৩ জানুয়ারি থেকে বীরপাড়া হাসপাতালে (Birpara Hospital) ভর্তি। লেখাপড়া না জানায় লিখেও নিজের নাম-ঠিকানা জানাতে পারছেন না তিনি। মূক ওই ভদ্রলোকের এখনও কোনও আত্মীয়পরিজনের খোঁজ মেলেনি। ফলে, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে তাঁকে শুশ্রূষা দেওয়া নিয়ে দেখা দেয় নানা সমস্যা। স্বাস্থ্যকর্মীরা প্রশ্ন তোলেন এই রোগীকে খাওয়াবে কে? শৌচকর্মই-বা কে করাবেন? শেষপর্যন্ত শুশ্রূষার পাশাপাশি তাঁকে প্রাতরাশ, মধ্যাহ্নভোজ, নৈশাহার সবই করাচ্ছেন স্বাস্থ্যকর্মীরাই। পরিবারের সদস্যদের মতোই পরম মমতায় খাইয়েও দিচ্ছেন তাঁকে। মঙ্গলবার এমনই ছবি দেখা গেল বীরপাড়া (Birpara) স্টেট জেনারেল হাসপাতালের পুরুষ বিভাগে। বিষয়টি নজরে পড়তে অনেকেই হাসপাতালের কর্মীদের সহৃদয়তার প্রশংসায় পঞ্চমুখ।

হাসপাতাল সূত্রে খবর, গত ২৩ জানুয়ারি বীরপাড়ায় ট্রেনের (Train) ধাক্কায় জখম হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সুপার কৌশিক গড়াই বলেন, ‘স্বাস্থ্যকর্মীরা সাধ্যমতো ওই রোগীর শুশ্রূষা করছেন। রেলমন্ত্রক সহযোগিতা করলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো যেত।’ ওই প্রৌঢ়ের দুই পা-ই ভেঙে গিয়েছে। তিনি সম্পূর্ণ চলাচলে অক্ষম হয়ে পড়েছেন। স্বাস্থ্যকর্মী ফটিক দাসের কথায়, ‘নিজের হাতে খেতেও পারছেন না ওই বৃদ্ধ। তাই, আমরা তাঁকে খাইয়ে দিচ্ছি।’

এ ব্যাপারে আরপিএফের হাসিমারার (Hasimara) ইনস্পেকটর সুদীপ্তা দাশগুপ্ত বলেন, ‘অসাধ্য সাধন করছেন বীরপাড়া হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ওই ব্যক্তির বাঁচার সম্ভাবনা প্রায় ছিলই না। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছিল। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চেষ্টায় তাঁর জীবন বেঁচেছে। তাঁরা অত্যন্ত মানবিকতার সঙ্গে তাঁর সেবা-শুশ্রূষা করছেন। আমাদের ক্ষমতাও সীমিত। ওই ব্যক্তি ট্রেনের যাত্রী নন। তিনি নিরাপত্তার অভাবেরও শিকারও নন। তাই, মন্ত্রক থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কোথাও পাঠানো সম্ভব নয়।’

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Cane Crafts of Cooch Behar | দাম মিলছে পাটির, খুশি বেতশিল্পীরা

গৌরহরি দাস, কোচবিহার: কোচবিহারের বেতশিল্পীদের সুদিন ফিরছে। বেতশিল্পের (Cane Crafts of Cooch Behar) পীঠস্থান হিসাবে…

12 mins ago

Siliguri | অতিযান্ত্রিকতা থেকে কীভাবে মিলবে মুক্তি?, পাঠ দিলেন শিলিগুড়ির তরুণ

তমালিকা দে, শিলিগুড়ি: একুশ শতকে প্রযুক্তি ছাড়া জীবন যেন অচল। যতই দিন যাচ্ছে, জীবনধারণের জন্য…

24 mins ago

Fire | বিধ্বংসী আগুন বালুরঘাটে, পুড়ে গেল গ্যারেজে থাকা একটি গাড়ি ও বাইক

বালুরঘাটঃ সোমবার সকালে একটি অগ্নিকাণ্ডে পুড়ে গেল একটি চার চাকার গাড়ি ও একটি বাইক। ঘটনাটি…

35 mins ago

কোথায় পালাবে তুমি, চারিদিকে আজ…

কল্যাণময় দাস চারপাশ খুব স্ক্যারি। যাপনে স্ক্যারি, ঘুমনে স্ক্যারি। সবাই সবার দিকে আড়চোখো। পরিস্থিতি এমন…

39 mins ago

উচ্চশিক্ষা নিয়েও ভাবার সময় হল

শুভঙ্কর ঘোষ কে প্রথম, প্রতিযোগিতা এখন আর সীমিত নেই শ্রেণিকক্ষে পড়ুয়াদের মধ্যে। কিংবা টিভিতে সংগীত…

47 mins ago

SSC recruitment case | সুপ্রিম স্থগিতাদেশের আশায় চাকরিহারারা

কলকাতা ও মালদা: আশানিরাশার দোলাচলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। হাইকোর্টের (Calcutta High Court)…

1 hour ago

This website uses cookies.