গয়েরকাটা: জঙ্গলে ঘাস কাটতে গিয়ে বিপত্তি। বাইসনের হানায় (Bison Attack) মৃত্যু হল এক বৃদ্ধের। আহত হয়েছেন আরও একজন। সোমবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার মোরাঘাট বনাঞ্চলের অন্তর্গত এসএমজি টু কম্পার্টমেন্টে। মৃতের নাম সুমারু মহম্মদ। আহত গুরুদেব রায় হাসপাতালে ভর্তি।
এদিন বানারহাট (Banarhat) ব্লকের দক্ষিণ শালবাড়ি এলাকার চারজন মোরাঘাট জঙ্গলে ঘাস কাটার উদ্দেশ্যে গিয়েছিলেন। সেইসময় একটি বাইসন তাদের উপর আক্রমণ করে। ঘটনায় দু’জন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনের বাইসনের হানায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বানারহাট থানার পুলিশ ও মোরাঘাট রেঞ্জের কর্মীরা। আহত অপরজনকে উদ্ধার করে মালবাজার সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
মোরাঘাট রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, জঙ্গলে প্রবেশের বিষয়ে বিশেষ করে এইসময় প্রবেশ নিয়ে বারবার বাসিন্দাদের সচেতন করা হয়েছে। এরপরও এমন ঘটনা দুর্ভাগ্যজনক। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে বন দপ্তরের তরফে জানানো হয়েছে।