বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

ক্রিকেটে তিক্ততা, আপত্তি নেই ফুটবলে! সাফে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এশিয়াকাপ খেলতে পাকিস্তানে যেতে নারাজ ভারত। পালটা পাকিস্তানেরও হুঁশিয়ারি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসবে না তারাও। এই নিয়েই দীর্ঘ কয়েকমাস ধরে চলছে জল্পনা। তার ফাঁকেই ভারতে ফুটবল খেলতে আসছে পাকিস্তান দল। ভিসা-সহ প্রয়োজনীয় অনুমতি এখনও মেলেনি। তবে অচিরেই তা মিলবে বলে খবর। তাই সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বেঙ্গালুরুতে পাকিস্তানের আসতে আর কোনও অসুবিধা নেই, জানিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা।

২০১৫-তে ভারতে সাফ হওয়ার সময় অভ্যন্তরীণ সমস্যায় আসতে পারেনি পাকিস্তান। ২০২১-এ তারা নির্বাসিত ছিল। এ ছাড়া প্রত্যেকবারই তারা অংশ নিয়েছে। এবছর সাফ চ্যাম্পিয়নশিপকে আরও আকর্ষনীয় করে তুলতে উদ্যোগ নিয়েছে আয়োজক সংস্থা। মূলত সাফে অংশগ্রহণ করে দক্ষিণ এশিয়ার ফুটবল খেলিয়ে দেশগুলি। এ বার জনপ্রিয়তা বাড়াতে লেবানন এবং কুয়েতের মতো মধ্য এশিয়ার দু’টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়াও নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মলদ্বীপ অংশগ্রহণ করছে। ফিফার নির্বাসন থাকায় শ্রীলঙ্কা খেলতে পারবে না। আফগানিস্তান কয়েক বছর আগেই সাফ ছেড়ে মধ্য এশিয়া ফুটবল সংস্থায় যোগ দিয়েছে।তবে এবার এই প্রতিযোগিতায় অংশ নিতে ভারতে আসতে পারে পাকিস্তান ফুটবল দল।

সর্বভারতীয় ফুটবল সংস্থার সেক্রেটারি জেনারেল শাজি প্রভাকরণ বলেছেন, “পাকিস্তানের ফুটবল দলের ভারতে এসে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে সমস্যা নেই।” কিন্তু সরকারের তরফে কি ভিসা দেওয়া হবে? প্রভাকরণ জানান, “সম্প্রতি একটি আঞ্চলিক প্রতিযোগিতায় খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারতের ব্রিজ দলের খেলোয়াড়রা। তাই ফুটবলের ক্ষেত্রেও কোনও অসুবিধা হবে বলে মনে হয় না।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Yuzvendra Chahal | ৫ বলে হ্যাটট্রিক সহ ৪ উইকেট! চেন্নাইয়ের বিপক্ষে ইতিহাস গড়লেন পাঞ্জাব কিংসের যুজবেন্দ্র চাহাল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইনিংসের ১৯তম ওভারে বল হাতে...

Glenn Maxwell | আঙুলে চোট ম্যাক্সওয়েলের, আইপিএল থেকে ছিটকে গেলেন ফর্মে না থাকা এই অজি তারকা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এবারের আইপিএলে সেভাবে চেনা ছন্দে...

Pakistan | নিয়ন্ত্রণ রেখায় টানা যুদ্ধবিরতি ভঙ্গ পাকিস্তানের! ফোনে ধমক ভারতীয় সেনাকর্তার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরপর ৫ দিন। নিয়ন্ত্রণ রেখায়...

Imran Khan | ‘যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের রয়েছে’, ভারতকে হুঁশিয়ারি জেলবন্দি ইমরানের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror...