Saturday, September 23, 2023
HomeTop Newsরাজ্যের পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা বিজেপির, মানতে হবে দুটি...

রাজ্যের পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা বিজেপির, মানতে হবে দুটি শর্ত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের দুর্গাপুজোয় রাজনীতিকরণ। সাম্প্রতিককালে এযেন দেখে অভ্যস্ত রাজ্যবাসী। রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছরই ক্লাবগুলিকে দেওয়া হয় অনুদান। তারই সঙ্গে রাজ্যের পুজো মণ্ডপের চারিদিকে বাড়ছে মুখ্যমন্ত্রীর ছবির সংখ্যাও।শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবার সরাসরি প্রতিযোগিতায় নামতে চাইছে বিজেপিও। রাজ্যের দুর্গাপুজোর ক্লাবগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দিতে চলেছে পদ্ম শিবির। কিন্তু তাঁর জন্য মানতে হবে ২টি শর্ত।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে অনুদান দেওয়ার দুটি শর্ত আরোপ করেছেন তাঁরা। প্রথমত, পুজো কমিটিতে বিজেপি নেতাদের জায়গায় দিতে হবে। দ্বিতীয়ত, পুজো মণ্ডপের চারিদিক সাজাতে হবে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সাফল্যের ব্যানার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে। আর এই দুই শর্ত মানলেই মিলবে ১ লক্ষ টাকা।

 

ওয়াকিবহালমহল মনে করছে, বঙ্গ বিজেপির পরিকল্পনা আদৌ কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে সন্দেহ রয়েছে।বিজেপির দাবি অনুযায়ী, প্রধানমন্ত্রীর ছবি এবং কেন্দ্রীয় প্রকল্পের ব্যানার দিয়ে মণ্ডপের চারিদিক সাজানো হলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজ্যবাসিও সেটা ভালোভাবে নেবেনা। অন্যদিকে আশঙ্কা থাকবে পরবর্তীতে ওই নির্দিষ্ট ক্লাবগুলি হারাতে পারে রাজ্য সরকারের যাবতীয় সুযোগ সুবিধা। রাজ্য সরকার বিজেপি নেতাদের পুজোগুলিকে বঞ্চিত করে বেশ কিছুক্ষেত্রে। তাই বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে দিল্লি থেকে টাকা এনে রাজ্যের দুর্গাপুজোর ক্লাবগুলিকে দিতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments