শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

Kangana Ranaut | মমতা–রাহুল এখন কোথায়? চোপড়া কাণ্ড নিয়ে ‘ইন্ডিয়া’ জোটকে কটাক্ষ কঙ্গনা রানাউতের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চোপড়া কাণ্ড (Chpora Incident) নিয়ে সংসদে সরব হতে চলেছে বিজেপি (BJP) শিবির? সোমবার সকাল থেকেই এমন কানাঘুষো শুরু হয়েছে সংসদ চত্বরে। এদিন অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়েই চোপড়ার ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। পাশাপাশি এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির বাকি সাংসদেরাও। সুতরাং চোপড়া কাণ্ডকে হাতিয়ার করে বাংলায় তৃণমূল (TMC) শিবিরকে কোণঠাসা করতে কার্যত রণকৌশল সাজাচ্ছে গেরুয়া শিবির।

এদিন সংসদে ঢোকার আগে সংবাদমাধ্যমের সামনে কঙ্গনা বলেন, ‘গত কয়েক দিন ধরে আপনারা দেখেছেন, তৃণমূল-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র (India Jot) সাংসদেরা সংবিধান হাতে সংসদ চত্বরে দাঁড়িয়ে কী নাটক করছেন! কিন্তু বাংলায় যা হয়েছে, তার অনুমতিও কি সংবিধান দেয়? যেভাবে ‘অবৈধ’ সম্পর্কের অভিযোগে শরিয়ৎ আইন বলবৎ করা হচ্ছে, তা সংবিধানে কোথাও বলা হয়েছে? আমি মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আমার ‘ইন্ডিয়া’র সমস্ত সতীর্থের কাছেই এর উত্তর জানতে চাইব। রাহুল গান্ধিকেও এর জবাব দিতে হবে। গোটা দেশে এ নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে।’ পাশাপাশি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) বলেন, ‘মণিপুরে (Manipur Incident) যখন এক মহিলাকে নিগ্রহ করা হয়েছিল, তখন সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। এখন চোপড়াতেও এক তরুণীকে নিগ্রহের ঘটনা ঘটেছে। এখন তিনি কোথায়? এ বার তিনি চোপড়ায় যান!’

উল্লেখ্য, রবিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে একটি ভিডিও (Viral Video) সামনে আসে। ভিডিওতে দেখা যায়, কঞ্চির ছড়া দিয়ে এক তরুণীকে এলোপাথাড়ি মারছেন এক তৃণমূল নেতা। এই ভিডিও প্রথম পোস্ট করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)। আবার সেই ভিডিও পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। নিমেষে ভাইরাল হয় ভিডিও। ভিডিওকে কেন্দ্র তোলপাড় হয়ে যায় গোটা দেশ। এবার এই ভিডিওকেই হাতিয়ার করে বঙ্গ রাজনীতিতে আরও একবার ঝড় তুলতে চাইছে পদ্ম বাহিনী।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Richa Ghosh | ইডেনে রিচাকে বিরাট সংবর্ধনা, বিশ্বকাপজয়ীকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার সিএবি-এর তরফে বিশ্বকাপজয়ী প্রথম...

India vs Australia | বৃষ্টিতে পণ্ড শেষ ম্যাচ, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবহাওয়ার বাধায় শেষ পর্যন্ত সিরিজের...

Bihar Polls Phase 1 | প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল বিহারে! চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল...

BDO Prasanta Barman | বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক ও বন্ধু গ্রেপ্তার! ঘটনার ১২ দিনের মাথায় অ্যাকশনে পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দত্তাবাদে (Duttabad) স্বর্ণ ব্যবসায়ী খুনের...