শিলিগুড়ি: বুধবার সকাল থেকেই শিলিগুড়িতে বনধের সমর্থনে পথে নেমেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। বনধ সফল করতে পথে নামেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এদিন সকালে হাসমি চকে তাঁর সামনে দিয়েই যাচ্ছিল একটি বেসরকারি কলেজ ও স্কুলের বাস। শংকর বাস থামিয়ে পড়ুয়াদের বনধ সমর্থনের অনুরোধ করেন। পড়ুয়ারাও বিধায়কের ডাকে সাড়া দিয়ে বাস থেকে নেমে বনধকে সমর্থন জানান। পরে তাঁরা যে যাঁর বাড়ি ফিরে যান। শিলিগুড়িতে বনধে ভালো সাড়া পড়েছে। গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা বিভিন্ন জায়গায় গাড়ি আটকে দিচ্ছেন। বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশকর্মী।
আরজি কর-কাণ্ডে ন্যায়বিচার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার বাধে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন এলাকায়। আন্দোলনকারীদের রুখতে বিভিন্ন জায়গায় লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করা হয়। ‘পুলিশি দমনপীড়নে’র প্রতিবাদে বুধবার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি।