রাজ্য

৬০ ভোটে জয় পলক ফেলতেই বদলে গেল ১০ ভোটে পরাজয়ে! কান্নায় ভেঙে পড়লেন বিজেপি প্রার্থী

রায়গঞ্জ: ৬০ ভোটে জিতে শংসাপত্র নিতে কাউন্টিং সেন্টারে ঢুকতেই দেখলেন ১০ ভোটে হেরে গিয়েছেন তিনি। এমনই ঘটনায় কান্নায় ভেঙে পড়লেন রায়গঞ্জ ব্লকের-২ নম্বর জগদীশপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান সুশীল দাস। তাঁর অভিযোগ, প্রথমে ৬০ ভোটে জিতলেও পরে তাকে ১০ ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের গণনাকেন্দ্রের বাইরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, সুশীলবাবু ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত প্রধান পদে ছিলেন। ২০১৮ সালে তৃণমূল কংগ্রেস টিকিট না দেওয়ায় বিজেপিতে যোগ দেন। এবছর জগদীশপুর অঞ্চলের ৪০ নম্বর বুথে বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিলেন। তাঁর দাবি, তিনি প্রথমে ৬০ ভোটে জয়ী হয়েছিলেন। জয়ের সার্টিফিকেট আনতে বাইরে থেকে ভেতরে যেতেই শোনেন তিনি ১০ ভোটে হেরে গিয়েছেন। এদিন সুশীলবাবু হারার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘বাম আমলে এমন জিনিস কখনও দেখিনি। আমি ৬০ ভোটে জিতে যাওয়ার পর রি কাউন্টিং করে ১০ ভোটে হারিয়ে দেওয়া হল। ব্লক তৃণমূল সভাপতি দীপঙ্কর বর্মন কাউন্টিং হলে থেকে এই কাজ করেছে। যদিও দীপঙ্করবাবু তার অভিযোগ মানতে নারাজ।

এদিন এই ঘটনার পর গণনা কেন্দ্রের বাইরে সাংসদ দেবশ্রী চৌধুরী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘জেলাজুড়ে এই ঘটনা ঘটছে। যারা আমাদের দলে জিতেছেন তাদের জয়ী সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। বারবার রি কাউন্টিং করে হারিয়ে দেওয়া হচ্ছে। আমরা আদালতে যাবো।‘

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘দেশের হয়ে এটাই আমার শেষ টি ২০ ম্যাচ’, বিশ্বকাপ জিতেই টি…

31 mins ago

Mathabhanga | বিজেপির চাপের জের! মাথাভাঙ্গার নির্যাতিতা মহিলার বয়ান নিল পুলিশ

কোচবিহার: মাথাভাঙ্গার(Mathabhanga) রুইডাঙ্গা এলাকায় নির্যাতিতা মহিলার বয়ান নিল পুলিশ। রবিবার সকালে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত…

32 mins ago

Jayanti | নিশ্চিহ্ন হওয়ার পথে শতাব্দীপ্রাচীন জয়ন্তী ব্রিজের পিলার

ভাস্কর শর্মা, জয়ন্তী: আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে বাঁচাও। আমি বাঁচতে চাই। আমি এখনও…

1 hour ago

রাজগঞ্জে কারবার এক সংগঠিত শিল্প

  দীপ সাহা দিগন্ত বিস্তৃত মাঠ। যতদূর চোখ যায় সবুজের সমারোহ। তার মাঝে মাঝে এখন…

2 hours ago

খুঁটি পুঁতলেই লাখ টাকা

শুভঙ্কর চক্রবর্তী ‘ফাঁকা জমি দেখতে যদি পাও দেরি না করে খুঁটি পুঁতে দাও। দৌড়ে যাও…

2 hours ago

মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ, মাশরুম চাষের প্রশিক্ষণ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

নাগরাকাটা: চা বাগানের মহিলাদের স্বনির্ভর করতে এগিয়ে এসেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সেখানকার সেন্টার ফর ফ্লোরিকালচার অ্যান্ড…

2 hours ago

This website uses cookies.