রাজ্য

তৃণমূলের পালটা কর্মসূচি বিজেপির, রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে এবার অবস্থানে বসবে পদ্মশিবির

সানি সরকার, শিলিগুড়ি: অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন দিল্লি গেলেন, সেদিনই সুকান্ত মজুমদারদের দিল্লিতে তলব করলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একশো দিনের প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সোমবার থেকে টানা দুদিন অভিষেকের নেতৃত্বে কর্মসূচি পালন করবে তৃণমূল। সেসময় বাংলার দুর্নীতিকে সামনে নিয়ে আসতে সুকান্তদের এগিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন জে পি নাড্ডা, অমিত শা-রা। রবিবারই বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদের নেতৃত্বে দিল্লি উড়ে গিয়েছেন বঙ্গ বিজেপির সাংসদরা। ওই দলে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, রাজু বিস্টের মতো সাংসদরা। শুধু দিল্লিতে তৃণমূলের পালটা কর্মসূচি নয়, রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে কলকাতাতেও অবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি বিধায়করা। রবিবার শিলিগুড়িতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত বলেন, ‘তৃণমূল যে কেন্দ্রের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছে, তা আরও একবার সামনে নিয়ে আসা হবে সোমবার। রাজ্যবাসী জানতে পারবেন, তৃণমূলের দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে।’ কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এদিনই তাঁরা দিল্লি যাচ্ছেন বলে জানান তিনি।

বিজেপি সূত্রে খবর, রবিবার দিল্লিতে পৌঁছে যাওয়া বাংলার বিজেপি সাংসদরা সোমবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করবেন। তাঁরা কেন্দ্রীয় দুই মন্ত্রীর কাছে বাংলার বর্তমান অবস্থা তুলে ধরবেন। কোথায় কোথায় কী ধরণের দুর্নীতি হয়েছে, সেই সংক্রান্ত পৃথক দুটি রিপোর্ট দুই মন্ত্রীর কাছে তুলে ধরবেন। দাবি করবেন, প্রতিটি দুর্নীতির তদন্ত। সুকান্তরা দলের সর্বভারতীয় স্তরের কয়েকজন নেতার সঙ্গেও বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিযে বৈঠক করবেন বলে বিজেপি সূত্রে খবর।

সুকান্ত বলেন, ‘কেন্দ্রের টাকা লুঠ হয়েছে। মানুষকে বোকা বানানো হচ্ছে। মন্ত্রীদের সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠক করে সমস্ত তথ্য প্রকাশ্যে নিয়ে আসা হবে।’ এদিন শিলিগুড়িতে থাকা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে। কিন্তু তা দলীয় নেতাদের পকেটে ঢুকেছে। দুর্নীতির জন্য একশো দিনের প্রকল্পে টাকা বন্ধ হয়েছে। তৃণমূল নেতাদের কাটমানি বন্ধ হয়ে গিয়েছে। তাই তাঁরা এখন দিল্লি ছুটেছেন।

দিল্লির পাশাপাশি কলকাতাতেও কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। এই ক্ষেত্রে নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার জাতিরজনক মহাত্মা গান্ধির জন্মদিন। তাই গান্ধি মূর্তির পাদদেশে বিজেপি বিধায়করা অবস্থান কর্মসূচিতে বসবেন বলে জানা গিয়েছে। এই কর্মসূচি থেকেও তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরার পাশাপাশি বিজেপি বিধায়কদের কীভাবে বঞ্চত করা হচ্ছে, তা তুলে ধরা হবে। এ ব্যাপারে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেন, ‘বিরোধী দলনেতা ডেকেছেন। সোমবার কলকাতায় থাকব। তবে কর্মসূচির ব্যাপারে বিস্তারিত কিছু জানা নেই।’

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

Gazol | দু’পা অকেজো, প্রতিবন্ধী সাগরের দিকে সাহায্যের হাত বাড়ালেন বিডিও

গাজোল: গাজোল: দুই পা অকেজো। অন্নের সংস্থান করতে মানুষের দরজায় দরজায় ঘুরতে হত। বাধ্য হয়েই…

21 mins ago

Suvendu Adhikari | শুভেন্দুর অফিস-বাড়িতে তল্লাশিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোলাঘাটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অফিস এবং বাড়িতে তল্লাশিতে…

26 mins ago

Uttar Pradesh | জন্মদিনের পার্টিতে বচসার জের, ইট দিয়ে মাথা থেঁতলে খুন যুবককে!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভাইকে নিয়ে বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন যুবক। ইচ্ছে ছিল, সন্ধ্যেটা ভালো…

34 mins ago

Siliguri | যুবতীর সঙ্গে অশালীন আচরণ, পুলিশের হাতে গ্রেপ্তার পৌঢ়

শিলিগুড়ি: যুবতীর সঙ্গে অশালীন আচরণ। পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক পৌঢ়। ধৃতের নাম মহম্মদ তসলীম(৬৩)।…

51 mins ago

Ramakrishna Mission | মিশনের জমি দখলে ষড়যন্ত্র, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: রামকৃষ্ণ মিশনে (Ramakrishna Mission) হামলার মূল অভিযুক্ত প্রদীপ রায় পলাতক। সূত্রের খবর,…

55 mins ago

Uttar Pradesh | হোটেল থেকে উদ্ধার নার্সের দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হোটেল থেকে উদ্ধার ২২ বছর বয়েসি এক নার্সের দেহ (Body Found)।…

1 hour ago

This website uses cookies.