নাগরাকাটা: আবাস যোজনাকে (Awas Yojana) অস্ত্র করে মানুষের মন জয়ে চেষ্টার কোন কসুর রাখছে না তৃণমূল কংগ্রেস। কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্যের পক্ষ থেকেই গরিবরা ঘর তৈরির টাকা পেতে চলেছে বলে শাসকদল জানাচ্ছে। অন্যদিকে ওই আবাসকেই আন্দোলনের হাতিয়ার বানাচ্ছে প্রধান বিরোধী দল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, আবাস যোজনার সমীক্ষায় গরমিল করা হয়েছে। প্রকৃত দুঃস্থ এমন অনেকের নাম তালিকায় নেই। এব্যাপারে পদক্ষেপের দাবি সহ মোট ৭ টি ইস্যুকে সামনে রেখে শুক্রবার নাগরাকাটা বিডিও অফিসের বাইরে অবস্থান বিক্ষোভে শামিল হয় বিজেপি (Bjp)। বিডিও-র কাছে স্মারকলিপিও তুলে দেওয়া হয়। দলের নাগরাকাটার এক নম্বর মণ্ডল কমিটির সভাপতি বরুণ মিত্র জানান, প্রশাসনকে সমস্ত কিছু জানানো হয়েছে। সঠিকভাবে তদন্ত না করে আসল দুঃস্থদের ব্রাত্য করে রাখা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। দলের জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ভুজেল বলছেন, ২০১৮ সালে সমীক্ষার পর জিও ট্যাগিংয়ের মাধ্যমে যে সমস্ত উপভোক্তাদের নামের তালিকা তৈরি করা হয়েছিল তাঁদের সবাই যাতে ঘর পায় সেটা নিশ্চিত করার দাবি প্রশাসনের কাছে রাখা হয়েছে। প্লাস্টিক টাঙিয়ে বসবাস করছে এমন ব্যাক্তিরা টাকা পেল না অথচ পাকা বাড়ি, গাড়ির মালিক এমন কেউ ঘরের টাকা পেলে মানুষ আর ছেড়ে কথা বলবে না। বিজেপির অভিযোগ খন্ডন করে তৃণমূল কংগ্রেসের (Tmc) ব্লক কমিটির সভাপতি প্রেম ছেত্রী বলেন, ‘আসলে বিজেপির মানুষের কাছে যাওয়ার মত কোন মুখ নেই। কারণ ওঁরা তো কারো জন্য কিছুই করে নি। মুখ্যমন্ত্রী যখন নিজেই উদ্যোগী হয়ে আবাসের টাকা দিতে চলেছেন তা দেখে বিজেপি আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শুরু করেছে।’ নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনার বলেন, ‘সরকারী নির্দেশিকা মেনে চূড়ান্ত তালিকা তৈরির পর উপযুক্ত উপভোক্তারাই আবাস যোজনার টাকা পাবেন। স্মারকলিপি প্রদানকারীদের সেকথা জানিয়ে দেওয়া হয়েছে।’ এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ছিলেন দলের এসটি মোর্চার রাজ্য কমিটির সহ সভাপতি সীমা কেরকেট্টা, চা শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কাস ইউনিয়নের অন্যতম শীর্ষ নেতা সন্তোষ হাতি সহ অমিত ভুজেল, তন্ময় নার্জিনারি, ওমপ্রকাশ রায়ের মত যুব মোর্চার নেতারা।
Awas Yojana | নাগরিক মন জয়ে আবাসই হাতিয়ার তৃণমূলের, গরমিলের অভিযোগ তুলে ‘হুল’ ফোটাচ্ছে বিজেপিও
RELATED ARTICLES
LATEST POSTS
Sukanta Majumdar | দুটি নয়া ট্রেনের প্রস্তাব সুকান্তর
সুবীর মহন্ত, বালুরঘাট: দক্ষিণ ও পূর্ব ভারতের সঙ্গে সরাসরি দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ বাড়াতে নতুন বছরে এক জোড়া ট্রেন (Train) উপহার দিতে চান সাংসদ তথা...
University of Gour Banga | ‘নেচার’ ইনডেক্সে প্রথম ১০০-তে গৌড়বঙ্গ
সৌকর্য সোম ও সম্বিত গুপ্ত, মালদা: বহু বিতর্ক ও অভিযোগ ঘিরে থাকলেও বিগত বেশ কিছুদিন ধরে গবেষণায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় (University of...
RG Kar victim | মেয়ের বিচার চেয়ে ফেসবুক পেজ খুললেন তিলোত্তমার বাবা-মা, দেশবাসীকে অনুরোধ...
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি বছর ৯ অগাস্ট মেয়েকে হারিয়েছেন তিলোত্তমার (RG Kar Case) বাবা-মা। বিচারের আশায় পেরিয়ে গিয়েছে ৪ মাস। কিন্তু আজও সবটা...
Donald Trump | জনাদেশকে গুরুত্ব দিয়ে ঘুষ মামলায় সাজা বাতিলের আর্জি ট্রাম্পের
ওয়াশিংটন: চৌত্রিশটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও আমেরিকার মানুষ ডোনাল্ড ট্রাম্পকেই (Donald Trump) ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। রিপাবলিকান নেতার আইনজীবীরা এবার জনাদেশকে গুরুত্ব...
CM Mamata Banerjee | দল ও প্রশাসনে লাগাতার পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, অভিষেকের নীরবতা তাৎপর্যপূর্ণ
স্বরূপ বিশ্বাস, কলকাতা: দল, সরকার ও প্রশাসনে একের পর এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সব ক্ষেত্রেই তাঁর সুপ্রিম কর্তৃপক্ষ...