ডিজিটাল ডেস্কঃ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার জন্য দীর্ঘদিন ধরেই উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। এমনকি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা নিয়ে বিজেপি আদালতের দ্বারস্থও হয়েছে। সম্প্রতি বিধানসভায় মুকুল রায়ের শুনানি শেষ হয়েছে, এবার স্পিকারের রায়দানের পালা। তার মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, এবার আরও চার বিধায়কের বিরুদ্ধে তাঁরা আদালতে যেতে চলেছেন। কার্যত দলত্যাগী বিধায়ক বিশ্বজিৎ দাস, তন্ময় ঘোষ, সৌমেন রায় এবং কৃষ্ণ কল্যাণীর বিধায়ক পদ খারিজের জন্য ইতিমধ্যেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আগামী ২৪ শে ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য হয়েছে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বিধানসভার শুনানির ওপর ভরসা রাখছেন না তা জানিয়ে দিয়েছেন। আর সে কারণেই বাকি দলত্যাগীদের বিরুদ্ধেও আদালতে যাওয়া হবে বলে শুভেন্দু অধিকারী স্পষ্ট করলেন। মুকুল রায়ের পর দলত্যাগী চার বিজেপি বিধায়ককে নিয়ে যে আরও একবার চাপানউতোর শুরু হতে চলেছে, তা বলাইবাহুল্য।
দিলীপ ঘোষকে কী বার্তা দিলেন ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ?
ডিজিটাল ডেস্ক : বিজেপি এবং তৃণমূলের সম্পর্ক রাজ্যস্তরে কিরকম, তা সবারই জানা। কিন্তু এবার রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম...
Read more