উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জঙ্গি যোগে বাংলা থেকে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার (BJP Leader Arrest) করল উত্তরপ্রদেশ পুলিশের (Uttar Pradesh Police) এটিএস। ধৃত উত্তর ২৪ পরগনার বাগদার (Bagdah) যুব বিজেপির সাধারণ সম্পাদক বলে জানা গিয়েছে। সোমবার বাগদায় অভিযান চালিয়ে ওই যুব নেতাকে গ্রেপ্তার করে এটিএস (ATS)। তাকে ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার জন্য এদিনই বনগাঁ আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিক্রম রায়। পেশায় টোটো চালক। সোমবার বিকেলে বিক্রমকে বাগদার গাঙ্গুলিয়া থেকে ধরা হয়। সূত্রের দাবি, বিক্রমের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগও রয়েছে। তবে নাশকতামূলক কার্যকলাপেও তার নাম জড়িয়েছে। সেই সূত্রে উত্তরপ্রদেশের এটিএস বিক্রমকে গ্রেপ্তার করেছে।
যদিও এই গ্রেপ্তারি প্রসঙ্গে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘বিক্রম গরিব ঘরের ছেলে। টোটো চালায়। কোনও যাত্রী হয়তো ধরা পড়েছে। তার সঙ্গে ওর ফোনে কথা হয়েছিল। সেই সূত্রেই ওকে নিয়ে যাচ্ছে। তবে যদি দোষ প্রমাণিত হয়, তবে আইন আইনের পথে চলবে।’