Top News

BJP | দেবশ্রীর প্রচারে গিয়ে রক্তাক্ত বিজেপির মহিলা মণ্ডল সভাপতি! অভিযুক্ত তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ কলকাতা (Dakshin Kolkata) লোকসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী দেবশ্রী চৌধুরীর (Debashree Choudhury) সমর্থনে প্রচার করতে গিয়ে দুষ্কৃতী হামলা। রক্তাক্ত হলেন সরস্বতী সরকার নামে বিজেপির মহিলা মণ্ডল সভাপতি। সঙ্গে আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মীও। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ কলকাতা লোকসভা এলাকার কসবা বিধানসভার আনন্দপুরে (Anandapur)।

শনিবার রাতে কয়েকজন দলীয় কর্মীকে নিয়ে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে আরবান কমপ্লেক্সের কাছের পূর্বপাড়ায় পোস্টার লাগাচ্ছিলেন মণ্ডল সভাপতি সরস্বতী সরকার। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন মণ্ডল সভাপতি সহ তিনজন বিজেপি কর্মী। অভিযোগ, চপার দিয়ে মাথায় আঘাত করায় মাথা ফেটে রক্তাক্ত হন সরস্বতী। রাতেই খবর দেওয়া হয় জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য ও প্রার্থী দেবশ্রীকে। তড়িঘড়ি আহতদের হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ জানাতে যান বিজেপি কর্মীরা। অভিযোগ, প্রথমে আনন্দপুর থানা তাঁদের অভিযোগ নিতে করতে চায়নি। কিন্তু শেষ পর্যন্ত চাপ দেওয়া হলে থানার তরফে অভিযোগ নেওয়া হয়েছে। রবিবার সকালেই আক্রান্ত মণ্ডল সভাপতির উত্তর পঞ্চান্নর বাড়িতে যান দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী। সন্ধ্যায় প্রার্থী দেবশ্রীকে নিয়ে কর্মী-সমর্থকেরা আনন্দপুর থানা ঘেরাও করবেন বলে দক্ষিণ কলকাতা বিজেপি সূত্রে খবর।

যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতা সুশান্ত বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও যোগাযোগ নেই। আমি খোঁজখবর নিয়ে জেনেছি, ওই এলাকার বস্তিবাসীদের সঙ্গে বিজেপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে তৃণমূলের যুক্ত থাকার কোনও প্রশ্নই ওঠে না।’

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Lok Sabha Election 2024 | জিতেন্দ্র তেওয়ারির পাণ্ডবেশ্বর যাওয়া আটকালো পুলিশ! দুর্গাপুরে বিজেপি বিধায়ককে এলাকা ছাড়া করার অভিযোগ

পাণ্ডবেশ্বর: আসানসোল লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা পাণ্ডবেশ্বরে ঢোকার মুখে জিতেন্দ্র তেওয়ারির (Jitendra Tiwari) গাড়ি…

17 mins ago

Chalsa | চালসা থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে পানীয় জল! কিন্তু কেন?

চালসা: মেটেলি ব্লকের বিভিন্ন এলাকায় পানীয় জলের বেজায় সমস্যা। এই পরিস্থিতিতে ২৫ কিলোমিটার দূর থেকে…

18 mins ago

Dilip ghosh | রণক্ষেত্র মন্তেশ্বর! দিলীপ ঘোষের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ধুন্ধুমার পূর্ব বর্ধমানের মন্তেশ্বর। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ…

18 mins ago

Islampur | মিলছে না সরকারি সাহায্য-সহযোগিতা, ঐতিহ্যবাহী সূর্যাপুরি আম চাষে অনীহা চাষিদের

ইসলামপুর: হারিয়ে যাচ্ছে ইসলামপুরে (Islampur) ঐতিহ্য সূর্যাপুরি আম। কারণ, সরকারি সাহায্য ও প্রশাসনিক নজরদারির অভাব।…

41 mins ago

Narendra Modi | মাথায় গেরুয়া পাগড়ি, হাতে খুন্তি! প্রধানমন্ত্রীর এমন রূপ আগে দেখেছেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চতুর্থ দফা ভোটের মধ্যে একেবারে অন্যরূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra…

43 mins ago

Election update | দেদার ছাপ্পা, বুথ জ্যাম, রক্তপাত! বিক্ষিপ্ত অশান্তির মাঝেই ভোট দানের হিড়িক বাংলার ৮ কেন্দ্রে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুই একটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও একপ্রকার নির্বিঘ্নেই ভোট চলছে বাংলার আটটি…

48 mins ago

This website uses cookies.