নিশিগঞ্জ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিজেপি নেতার। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়কের নিশিগঞ্জ হিমঘর সংলগ্ন এলাকায়। মৃত উত্তম মিত্র (৩২) বিজেপির কোচবিহার ৭ নম্বর মণ্ডলের পূর্বতন কমিটির সম্পাদক। আহত হয়েছেন আরও ২ জন।
জানা গিয়েছে, রাতে হেঁটেই বাড়ি ফিরছিলেন ওই বিজেপি নেতা। পথে একটি বাইক তাঁকে ধাক্কা মেরে চালক ও এক আরোহীও রাস্তার ধারে ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় বিজেপি নেতাকে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, বাইকচালক ও আরোহীকে কোচবিহার এমজএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। বিজেপি নেতার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন : হলদিবাড়িতে বিদ্যালয় ভবন পরিদর্শনে চেয়ারম্যান