Wednesday, May 31, 2023
HomeBreaking News‘বাংলাকে আফগানিস্তান করতে চাইছে’, ব্যারাকপুর শুটআউটকাণ্ডে তৃণমূলকে তোপ দীলিপের

‘বাংলাকে আফগানিস্তান করতে চাইছে’, ব্যারাকপুর শুটআউটকাণ্ডে তৃণমূলকে তোপ দীলিপের

কলকাতা: ব্যারাকপুর শুটআউটকাণ্ডে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এখনও পর্যন্ত অধরা অভিযুক্ত। এদিকে এই নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে পালটা জবাব দেয় তৃণমূল।

ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্যজুড়ে বোমা-বন্দুকের খেলা চলছে। বোমা ফাটিয়ে ভয় দেখানো হচ্ছে। মানুষ মারা যাচ্ছে। তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে। অন্যকে মারছে। পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। তৃণমূল ইচ্ছাকৃতভাবে বাংলাকে আফগানিস্তান তৈরি করতে চাইছে।’ এদিকে দিলীপের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি যে কোনও ঘটনাকে ইস্যু তৈরি করছে। কথায় কথায় রাজ্য সরকারকে নিশানা করছে। রাজ্য পুলিশ তৎপর রয়েছে। এই ঘটনায়ও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গতকাল ব্যারাকপুরে শুটআউট হয়। ডাকাতির উদ্দেশ্য সোনার দোকানে দুষ্কৃতী ঢোকে বলে অভিযোগ। তাতে বাধা দেওয়ায় গুলি চালানো হয়। এদিকে জনবহুল এলাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিতে মৃত্যু হয় দোকান মালিকের ছেলের। গুলিবিদ্ধ হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দোকান মালিক এবং আরেক কর্মচারী। ঘটনার তদন্তে নেমেছে টিটাগর থানার পুলিশ। এদিকে, শুটআউটের ঘটনার প্রতিবাদে ধর্মঘটের পথে নেমেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে ব্যারাকপুর-পলতার স্বর্ণ ব্যবসায়ীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments