BJP | ‘উত্তরবঙ্গে রানিমা আসেন শুধুই বেড়াতে,’ বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে ধুয়ে দিলেন শুভেন্দু

শেষ আপডেট:

বাগডোগরা: সোমবার বিজেপির ‘তিরঙ্গা যাত্রা’য় অংশগ্রহণ করতে উত্তরবঙ্গে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)এর সাফল্য উদযাপন করতে এবং ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’র কর্মসূচি নিয়েছে বিজেপি (BJP)। সেই মিছিলেই এদিন জলপাইগুড়ির বানারহাটে থাকার কথা বিরোধী দলনেতার। থাকার কথা সাংসদ মনোজ টিগ্গারও।

এদিন দুপুর ১২ নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পা রাখেন শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর নিয়ে তীব্র কটাক্ষ করে বলেন, ‘পাহাড়ের মহিলাদের মধ্যে একটা কথা বহুল প্রচলিত, ‘ঘুমনে আনছু’, মাননীয়াও তেমনি ঘুরতে এসেছেন। বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোড উঠছে, মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে আসছেন। টাইগার হিলে একটা বাড়ি, উত্তরকন্যায় একটা বাড়ি, সেভকে একটা বাড়ি, গজোলডোবায় একটা বাড়ি, চালসায় বাড়ি। এত বাড়ি থাকলে সময় কাটাতে ইচ্ছে তো হবেই।’

এরপর টিটাগড় বিস্ফোরণ প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, ‘সমস্ত জায়গায় লুকিয়ে রয়েছে জিহাদিরা। সব জায়গায় খাগড়াগড়ের মতো বিস্ফোরণ হচ্ছে। এটা সম্ভব হয়েছে বর্ডারে কাঁটাতারের বেড়া নেই বলে। এখানে তৃণমূলের (TMC) সরকার আছে বলেই, যারা পিএফআই সিমি তাদেরকে পেট্রোনাইজ করে। ফরাক্কার তৃণমূলের এমএলএ পিএফআই-এর প্যারেডে অংশগ্রহণ করে। সিমির মেম্বার ইমরান সাহেবকে তৃণমূল রাজ্যসভায় পাঠায়। তৃণমূল সরকারের আমলে এসব খুব সাধারণ ব্যাপার। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাতে নিরাপদ নয় বাংলার মানুষ।’

উত্তরবঙ্গ শক্তিশালী বিজেপি (BJP)। তাই ২০২৬ বিধানসভা নির্বাচনে উত্তরের মাটিতে ঘাসফুল ফোটাতে বারবার উত্তরবঙ্গ (North Bengal) সফরে আসছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে শুভেন্দু কার্যত কটাক্ষের সুরে বলেন, লোকসভা নির্বাচন ২০২৪ (Loksabha Election 2024) এ তিনি গঙ্গাপ্রসাদ শর্মাকে তৃণমূলে যোগদান করিয়েছিলেন, অথচ জিতল কে? মনোজ টিজ্ঞা। আপনারা লিখে রাখুন উত্তরবঙ্গে চোপড়া (Chopra) এবং সিতাই (Sitai) ছাড়া একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে না। কোনও অমুসলিম সম্প্রদায় তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। এককথায় বললে এটাই দাঁড়ায় মমতা যে ভোট ব্যাংকের রাজনীতি করছে, তাতে সুরক্ষিত নয় বঙ্গবাসী।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Bolder export | সোমবার থেকে ফুলবাড়ি দিয়ে বাংলাদেশে যাবে না ভুটানের ট্রাক, হুঁশিয়ারি ভারতীয় ব্যবসায়ীদের    

ফুলবাড়িঃ সোমবার থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে ঢুকতে দেওয়া হবে...

Heroin smuggling | শিলিগুড়ি হয়ে হেরোইন কারবার নেপাল-ভুটানে, নজরে পাব-বার

শিলিগুড়িঃ শিলিগুড়িকে ট্রানজিট পয়েন্ট করে হেরোইন যাচ্ছে ভুটান, নেপালেও!...

Sacked teachers | টানা অনশনে অসুস্থ চাকরিহারা শিক্ষকরা, নিয়ে যাওয়া হল হাসপাতালে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাকরিহারাদের (Sacked teachers) অনশনমঞ্চে অসুস্থ...