দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে (Durgapur) জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাত থেকে রাজ্যবাসীর মুক্তি প্রার্থনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশপাশি কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও বিধায়ক মদন মিত্রকেও (Madan Mitra) নানা ইস্যুতে আক্রমণ করেন তিনি।
শুক্রবার রাতে ‘স্বপ্ন উড়ান’ পরিচালিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে দুর্গাপুরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তর দেওয়ার সময় সম্প্রতি বিজেপি নেত্রী রেখা পাত্রকে নিয়ে করা আপত্তিকর মন্তব্যের জন্যে ফের ফিরহাদের সমালোচনায় সরব হন শুভেন্দু৷ তিনি বলেন, ‘গত কয়েক বছরে উনি যেসব কথা বলেছেন, তা ভারত তথা দেশের সনাতনীদের উপর আঘাত করা ছাড়া আর কিছু নয়। ধর্ম নিয়ে করা তাঁর আপত্তিকর মন্তব্য বাংলার মানুষকে আঘাত করেছে।’
মদন মিত্রকেও এদিন কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, ‘উনি সারাদিন নেশা করেন। ২০২১ সালের নির্বাচনে উনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না জিতলে আমি হাত কেটে দেবো। বাদ দিয়েছে কি?’ দিন কয়েক আগে আসন্ন উপনির্বাচনে সিতাই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া হোমিওপ্যাথি, এলোপ্যাথি বাদ দিয়ে ‘সার্জারি দাওয়াই’ দেওয়ার কথা বলেছিলেন। সেই প্রসঙ্গে শুভেন্দু পালটা বলেন, ‘দিয়ে দেখতে বলুন না। ২০২১ সালে নির্বাচনের পরে ৫৭ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। জেলে আছে ৪০০ জন। আরও ৪০০ জন জেলে যাবে।’
বাংলা আবাস যোজনা নিয়েও সরব হন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘চূড়ান্ত তালিকা প্রকাশের পর যদি দেখা যায় তাতে ধনী মানুষের নাম আছে, তাহলে বিডিও অফিসে বড় বড় তালা ঝুলবে।’ এরপরই রাজ্যে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে একেবারে শেষে মা জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে হাত জোড় করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুক্তি দাও মা।’

