শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

Suvendu Adhikari | ‘মমতার হাত থেকে মুক্তি দাও মা’, দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আক্রমণাত্মক শুভেন্দু

শেষ আপডেট:

দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে (Durgapur) জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাত থেকে রাজ্যবাসীর মুক্তি প্রার্থনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশপাশি কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও বিধায়ক মদন মিত্রকেও (Madan Mitra) নানা ইস্যুতে আক্রমণ করেন তিনি।

শুক্রবার রাতে ‘স্বপ্ন উড়ান’ পরিচালিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে দুর্গাপুরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তর দেওয়ার সময় সম্প্রতি বিজেপি নেত্রী রেখা পাত্রকে নিয়ে করা আপত্তিকর মন্তব্যের জন্যে ফের ফিরহাদের সমালোচনায় সরব হন শুভেন্দু৷ তিনি বলেন, ‘গত কয়েক বছরে উনি যেসব কথা বলেছেন, তা ভারত তথা দেশের সনাতনীদের উপর আঘাত করা ছাড়া আর কিছু নয়। ধর্ম নিয়ে করা তাঁর আপত্তিকর মন্তব্য বাংলার মানুষকে আঘাত করেছে।’

মদন মিত্রকেও এদিন কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, ‘উনি সারাদিন নেশা করেন। ২০২১ সালের নির্বাচনে উনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না জিতলে আমি হাত কেটে দেবো। বাদ দিয়েছে কি?’ দিন কয়েক আগে আসন্ন উপনির্বাচনে সিতাই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া হোমিওপ্যাথি, এলোপ্যাথি বাদ দিয়ে ‘সার্জারি দাওয়াই’ দেওয়ার কথা বলেছিলেন। সেই প্রসঙ্গে শুভেন্দু পালটা বলেন, ‘দিয়ে দেখতে বলুন না। ২০২১ সালে নির্বাচনের পরে ৫৭ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। জেলে আছে ৪০০ জন। আরও ৪০০ জন জেলে যাবে।’

বাংলা আবাস যোজনা নিয়েও সরব হন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘চূড়ান্ত তালিকা প্রকাশের পর যদি দেখা যায় তাতে ধনী মানুষের নাম আছে, তাহলে বিডিও অফিসে বড় বড় তালা ঝুলবে।’ এরপরই রাজ্যে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে একেবারে শেষে মা জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে হাত জোড় করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুক্তি দাও মা।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

SIR | শাসক দলের নেতার বাড়ি থেকে বিলি করা হচ্ছে SIR-এর ফর্ম! সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

হরিশ্চন্দ্রপুর: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)।...

Bolla Kali | স্টেশনে থিকথিকে ভিড়, ঝুঁকি নিয়ে যাতায়াত! বোল্লাকালীপুজোর জন্য স্পেশাল ট্রেনের দাবি ভক্তদের

গাজোল: দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লাকালীপুজোর (Bolla Kali) সময় স্পেশাল...

Migrant Workers Death | সিলিন্ডার ফেটে মর্মান্তিক পরিণতি! চেন্নাইয়ে মৃত বাংলার ২ পরিযায়ী শ্রমিক

বোলপুর: ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! চা বানাতে গিয়ে...

Samsi | রাতের আঁধারে বেআইনি পারাপার! মাঝ নদীতে নৌকা উলটে মৃত্যু

মুরতুজ আলম,সামসী: মালদা জেলার চাঁচল-১ ব্লকে অবস্থিত জগন্নাথপুর-মুকুন্দপুর ঘাট।...