কলকাতা: সোমবার নবান্নে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে মুখ্যসচিবকে নির্দেশিকা জারি করার নির্দেশ দেন তিনি। মমতার এই সিদ্ধান্ত সামনে আসার পর টুইটে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
টুইটে শুভেন্দু লিখেছেন, ‘আমি যতদূর জানি ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি ধর্মীয় অনুশাসনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কীভাবে চরমপন্থী ধর্মীয় গুরুরা ধর্মান্তকরণ করেন, তারপর কীভাবে মহিলাদের আফগানিস্তান, ইয়েমেন ও সিরিয়ার মতো দেশে আইএসআইএসের কার্যকলাপে যুক্ত করা হয়, এই ছবিতে তা দেখানো হয়েছে।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কি আইএসআইএসের প্রতি সহানুভূতিশীল? এই ছবি ব্যান করার সিদ্ধান্ত এখনই প্রত্যাহার করা উচিৎ। আইনশৃঙ্খলা রক্ষা করতে না পারলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ। কেরল হাইকোর্টও এই ছবির প্রদর্শনে স্থগিতাদেশ দেয়নি।’
As far as I know, the movie – "The Kerala Story" is based on the religious indoctrination in Kerala focussing on how women are radicalised by extremist religious clerics. This film articulates how women were converted in Kerala and were sent to countries like Afghanistan, Yemen… pic.twitter.com/LWKLQmdJhN
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 8, 2023
পাশাপাশি শাবানা আজমির প্রসঙ্গও টেনে নন্দীগ্রামের বিধায়ক লিখেছেন, ‘বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিও এই ছবির প্রদর্শনের সমর্থনে টুইট করেছেন। তিনি জানিয়েছেন, একবার একটি চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনুমতি পেয়ে গেলে, অতিরিক্ত সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ছবির প্রদর্শন বন্ধ করার ক্ষমতা কারও নেই।’
প্রসঙ্গত, গতকাল নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে মমতা দাবি করেন, উদ্দেশ্য নিয়ে জাতিগত বিদ্বেষ ছড়ানোর জন্য এই ছবি তৈরি করা হয়েছে। এই ছবিতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করা হয়েছে। এরপর ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দিয়েছিলেন তিনি।