Wednesday, April 24, 2024
HomeBreaking Newsমুখ্যমন্ত্রী কি জঙ্গি গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল? ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ নিয়ে প্রশ্ন...

মুখ্যমন্ত্রী কি জঙ্গি গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল? ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ নিয়ে প্রশ্ন শুভেন্দুর

কলকাতা: সোমবার নবান্নে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে মুখ্যসচিবকে নির্দেশিকা জারি করার নির্দেশ দেন তিনি। মমতার এই সিদ্ধান্ত সামনে আসার পর টুইটে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

টুইটে শুভেন্দু লিখেছেন, ‘আমি যতদূর জানি ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি ধর্মীয় অনুশাসনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কীভাবে চরমপন্থী ধর্মীয় গুরুরা ধর্মান্তকরণ করেন, তারপর কীভাবে মহিলাদের আফগানিস্তান, ইয়েমেন ও সিরিয়ার মতো দেশে আইএসআইএসের কার্যকলাপে যুক্ত করা হয়, এই ছবিতে তা দেখানো হয়েছে।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কি আইএসআইএসের প্রতি সহানুভূতিশীল? এই ছবি ব্যান করার সিদ্ধান্ত এখনই প্রত্যাহার করা উচিৎ। আইনশৃঙ্খলা রক্ষা করতে না পারলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ। কেরল হাইকোর্টও এই ছবির প্রদর্শনে স্থগিতাদেশ দেয়নি।’

পাশাপাশি শাবানা আজমির প্রসঙ্গও টেনে নন্দীগ্রামের বিধায়ক লিখেছেন, ‘বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিও এই ছবির প্রদর্শনের সমর্থনে টুইট করেছেন। তিনি জানিয়েছেন, একবার একটি চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনুমতি পেয়ে গেলে, অতিরিক্ত সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ছবির প্রদর্শন বন্ধ করার ক্ষমতা কারও নেই।’

প্রসঙ্গত, গতকাল নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে মমতা দাবি করেন, উদ্দেশ্য নিয়ে জাতিগত বিদ্বেষ ছড়ানোর জন্য এই ছবি তৈরি করা হয়েছে। এই ছবিতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করা হয়েছে। এরপর ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দিয়েছিলেন তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Supreme Court on VVPAT | ‘আমরা নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারি না’, ভিভিপ্যাট মামলায় রায়দান...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের (Supreme Court on VVPAT) ১০০ শতাংশ ভোট মিলিয়ে দেখার আর্জি জানিয়ে দায়ের হওয়া মামলায় রায়দান স্থগিত রাখল...

Anubrata Mandal | মমতার মুখে কেষ্ট স্তুতি, ‘মাটির ছেলে’ বলে দরাজ সার্টিফিকেট তৃণমূল সুপ্রিমোর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ‘কেষ্ট স্তুতি’।বুধবার প্রার্থী অসিত মালের প্রচারে গিয়ে জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো একের পর এক শব্দবন্ধ ব্যবহার...

Ramdev | ফের সংবাদপত্রের বিজ্ঞাপনে ক্ষমাপ্রার্থনা রামদেবের, সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পরই পদক্ষেপ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারের পর ফের বুধবার সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমা চাইলেন রামদেব (Ramdev)। পতঞ্জলির (Patanjali) বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় বারবার সুপ্রিম কোর্টের...

Vivek Agnihotri | বড় ঘোষণা বিবেক অগ্নিহোত্রীর, ‘কাশ্মীর ফাইলস’-এর পর এবার আসছে ‘দ্য দিল্লি...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এর পর এবার বড় ধামাকা দিতে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। শীঘ্রই বড়...

Cooch Behar | সময় লেগে যায় এক বছর, কোচবিহারে আখ চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা

0
শিবশংকর সূত্রধর, কোচবিহার: গরমে হাঁসফাঁস অবস্থা। কাঠফাটা রোদে স্বস্তি পেতে অনেকেই রাস্তার ধারে বিক্রি হওয়া আখের রসে গলা ভেজাচ্ছেন। চাহিদার তুলনায় কম হলেও কিছু...

Most Popular