বুধবার, ২৬ মার্চ, ২০২৫

Rahul Gandhi | সংসদে ধস্তাধস্তির ঘটনায় রাহুলের বিরুদ্ধে এফআইআর বিজেপির, জখম সাংসদদের সঙ্গে কথা মোদির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংসদে বিজেপি সাংসদদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় রাহুল গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি। সংসদ মার্গ থানায় অনুরাগ ঠাকুর সহ ৩ বিজেপি সাংসদ রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিজেপি জানিয়েছে, রাহুল গান্ধির ধাক্কাতেই জখম হয়েছেন বিজেপির দুই সাংসদ। দুই সাংসদের সঙ্গেই ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার সাংসদ চত্ত্বরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস ও বিজেপির সাংসদরা। তাতে ওড়িশার বালাসোরের সাংসদ প্রতাপ সারেঙ্গীর মাথা ফেটেছে। গুরুতর জখম হয়েছেন উত্তরপ্রদেশের ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপূতও। বিজেপির অভিযোগ, রাহুল গান্ধী ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপুতকে ধাক্কা মারলে  তিনি পড়ে যান প্রতাপ সারেঙ্গীর উপর। সারেঙ্গীর মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। মুকেশও আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

ঘটনার পরই সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তীব্র নিন্দা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন একজন সাংসদ কীভাবে সংসদ চত্ত্বরে বলপ্রয়োগের মতো ঘটনায় লিপ্ত হতে পারেন।  কোন আইন এটার অনুমতি দিচ্ছে। আপনি কি কুংফু-ক্যারাটে অন্য সাংসদদের মারধর করার জন্যই শিখেছেন?”

যদিও কংগ্রেস জানিয়েছে, কংগ্রেস সাংসদরা সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা বাধা দেন। তাঁরা লাঠি নিয়ে সংসদে এসেছিলেন। রাহুল গান্ধি-প্রিয়াঙ্কা গান্ধি ও মল্লিকার্জুন খাড়গে কে লক্ষ্য করে  স্লোগানের মাধ্যমে কটূক্তি করা হয়। রাহুল গান্ধির দাবি, “আমি সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা ঘিরে ধরেন। আমাকে ধাক্কা দেওয়া হয়। ধাক্কাধাক্কি বলতে এটুকুই হয়েছে।”

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

IPL 2025 | শ্রেয়সের অপরাজিত ৯৭, গুজরাটকে হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু পঞ্জাবের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গুজরাট টাইটান্সকে হারিয়ে জয় দিয়ে...

India-Bangladesh | গোল নষ্টের খেসারত! এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ড্র ভারতের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোলশূন্য শেষ হল ভারত-বাংলাদেশের ফুটবল...

Mamata Banerjee in London | শিল্প বৈঠক থেকে লন্ডন-কলকাতা বিমান যোগাযোগের আর্জি মমতার, তুলে ধরলেন বাংলাকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লন্ডনে শিল্প সম্মেলনের মঞ্চ থেকে...

Bangladesh | কবে নির্বাচন? জাতির উদ্দেশে ভাষণে বড় ঘোষণা ইউনূসের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবছর ডিসেম্বর থেকে আগামী বছর...