উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অযোধ্যার পর এবারে বদ্রীনাথেও (Badrinath) হারের মুখ দেখল বিজেপি (BJP)। সম্প্রতি রাম মন্দির তৈরি করার পরও লোকসভা নির্বাচনে অযোধ্যায় মুখ থুবড়ে পড়ে বিজেপি। আবার একই চিত্র দেখা গেল বদ্রীনাথেও। আশ্চর্যের বিষয় তীর্থক্ষেত্রকে হাতিয়ার করেও জয়ী হতে পারল না গেরুয়া শিবির।
এবারের বিধানসভা উপনির্বাচনে (Assembly by-elections) প্রথমবারের জন্য ভোটে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের লখপত সিং বুটোলা (Lakhpat Singh Butola)। আর প্রথমবারেই বাজিমাত করে বিজেপির রাজেন্দ্র ভাণ্ডারিকে হারালেন (Rajendra Bhandari) তিনি। যদিও রাজেন্দ্র ভাণ্ডারি একটা সময় কংগ্রেসেই ছিলেন। পরবর্তীতে তিনি দলবদল করে বিজেপিতে যোগদান করেন। তারপরই বিধানসভা উপনির্বাচনে বদ্রীনাথ আসনে প্রার্থী হন রাজেন্দ্র। কিন্তু দলবদলের ফলে তাঁর ওপর আস্থা হারায় আমজনতা। বিধানসভা উপনির্বাচনের ফলাফলে তাই যেন স্পষ্ট হয়ে গেল। দলবদলকারী প্রার্থীর পক্ষে রায় দিল না বদ্রীনাথ।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সহ সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দুর্দান্ত ফল করছে ইন্ডিয়া জোট। ১০টি আসনে জয়ী হয়েছে ইন্ডিয়া জোট (India Bloc)। ২টি আসনে জিতেছে বিজেপি। একটিতে জয়ী হয়েছে নির্দল প্রার্থী। আগামী কয়েক মাসের মধ্যে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। লোকসভা নির্বাচনের পর উপনির্বাচনের এই ধাক্কা গেরুয়া শিবিরে যে ভয়ের সৃষ্টি করবে তা বলাই বাহুল্য।