Breaking News

মধ্যপ্রদেশ-রাজস্থান বিজেপির! তেলঙ্গনা, ছত্তিশগড়ে কংগ্রেসের জয়ের ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গনায় ভোটপর্ব শেষ হওয়ার পরই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশিত হল। আর যেই ফলে এখনও পর্যন্ত গেরুয়া শিবিরেরই পাল্লা ভারী বলে জানা যাচ্ছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলঙ্গনা, মিজোরাম-এই পাঁচ রাজ্যে কে ক্ষমতাসীন হতে পারে তার একটা প্রাথমিক আভাস দিয়েছে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা। তাতে দেখা গেছে রাজস্থানে ক্ষমতা হারাতে পারে কংগ্রেস। ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বিজেপির। এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা বলছে, ২০০ আসনের মধ্যে বিজেপি পাবে ১০৪টি আসন। কংগ্রেস পাবে ৮১টি। অন্যান্য ১৫। মধ্যপ্রদেশে বড় ধাক্কা আসতে পারে কংগ্রেসের। সেখানেও ক্ষমতায় আসার বিষয়ে নিশ্চিত ছিল হাত শিবির। কিন্তু নিউজ ২৪-টুডেজ চাণক্য সেখানে বিজেপিকে এগিয়ে রেখেছে। ২৩০ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১৫১টি আসন, কংগ্রেসের ঝুলিতে যাবে ৭৪টি। অন্যান্য ৫।

তবে কংগ্রেস কিছুটা স্বস্তিতে রয়েছে ছত্তিশগড়ে। এবিবি নিউজ-সি ভোটার জানাচ্ছে, সেখানে ৯০ আসনের মধ্যে বিজেপি পাবে ৩৬ থেকে ৪৮টি আসন। কংগ্রেসের দখলে যেতে পারে ৪১ থেকে ৪৩টি আসন। অন্য দলগুলোর ঝুলিতে যেতে পারে ০ থেকে ৮টি আসন। পাশাপাশি নিউজ ২৪-টুডেজ চাণক্যের সমীক্ষা অবশ্য বলছে বিজেপি ৩৩টি ও কংগ্রেস ৫৭টি আসন পাবে। অন্যান্যরা কোনও আসনই পাবে না। ফলে  ছত্তিশগড়ে এগিয়ে থাকলেও লড়াইয়ের ইঙ্গিত মিলেছে বিজেপি-কংগ্রেসের মধ্যে। তবে তেলেঙ্গনায় কংগ্রেস কেসিআরের বিআরএসকে হারিয়ে ক্ষমতার কাছাকাছি পৌঁছে যেতে পারে। নিউজ ২৪-টুডেজ চাণক্যের এক্সিট পোল মোতাবেক কংগ্রেস এখানে ৭১টি আসন পাবে। অন্যদিকে বিআরএস ৩৩টির বেশি আসন পাবে না। গেরুয়া শিবির পাবে ৭টি আসন। অন্যান্য দলগুলি পাবে ৮টি আসন। এছাড়াও মোটের উপর সব সমীক্ষাতেই তেলেঙ্গনায় কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে। তবে একমাত্র ত্রিশঙ্কু পরিস্থিতির ইঙ্গিত মিলেছে মিজোরামে। উত্তর-পূর্বের রাজ্যটিতে মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১৫-২১টি আসন, কংগ্রেস- ২-৮, জেডপিএম-১২-১৮ এবং অন্যরা ০-৫টি আসন। ৪০ আসনের মিজোরামে কেউই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলেই মত অধিকাংশ সমীক্ষায়।

Sabyasachi Bhattacharya

Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Mango Curd | গরমের দুপুরে শেষপাতে জমে যাবে, আম দিয়ে বানান ভাপা দই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে দুপুরবেলায় শেষ পাতে টক দই খেতে অনেকেই পছন্দ করেন। তেমনই…

27 mins ago

Poster Controversy | গাড়ির ধাক্কা দিয়ে খুন করব’, মমতা-অভিষেকের নামে খুনের পোস্টার উলুবেড়িয়ায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)…

28 mins ago

Covaxin | এবার প্রশ্নের মুখে কোভ্যাক্সিনও! পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কী তথ্য উঠে এল গবেষণায়?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোভিশিল্ডের (Covishield) পর এবার প্রশ্নের মুখে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি…

29 mins ago

Ramayana | বাজেট ৮৩৫ কোটি, রণবীর-পল্লবীর রামায়ণকে নিয়ে বিশ্ব দরবারে পৌঁছতে চান নিতেশ

তপন বকসি, মুম্বই: রামায়ণ ছবির শুটিংয়ের জন্য আস্ত একটি অযোধ্যা বানানো হয়েছে মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম…

1 hour ago

Air India | আকাশে ওড়ার আগেই বিপত্তি! ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা বিমানের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  আকাশে ওড়ার আগেই ঘটল বিপত্তি। লাগেজ বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা…

2 hours ago

Sandeshkhali issue | সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাসকে জামিন দিল কলকাতা হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali issue) বিজেপি নেত্রীর গ্রেপ্তারি মামলায় বড় ধাক্কা রাজ্য পুলিশের!…

2 hours ago

This website uses cookies.